পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টালা ব্রিজ ভাঙার জের, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা লালবাজারের - টালা ব্রিজের কারণে যানজট

চলছে টালা ব্রিজ ভাঙার কাজ ৷ সপ্তাহে প্রথম দিনেই প্রবল যানজট ৷ আর তাতেই শিয়রে সংক্রান্তি দেখছে কলকাতা ট্রাফিক পুলিশ ৷ সামনেই যে মাধ্যমিক ৷ আর শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকাতেই রয়েছে মোট 20টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র ৷

Tala Bridge
ফাইল ছবি

By

Published : Feb 4, 2020, 5:46 AM IST

Updated : Feb 4, 2020, 1:00 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বন্ধ টালা ব্রিজ । 1964 সালের তৈরি হওয়া এই ব্রিজ এখন ভাঙার কাজ চলছে । তার জেরে শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকাজুড়ে সপ্তাহের প্রথম কাজের দিনটায় তৈরি হয়েছে ব্যাপক যানজট । BT রোড থেকে আসা প্রচুর গাড়ির চাপ আছড়ে পড়েছে বিকল্প রাস্তাগুলোতে । আপতত রেহাই নেই এই যানজট থেকে । এরই মধ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তাই চিন্তা বেড়েছে ষোলো আনা । শঙ্কিত প্রশাসন ৷ লালবাজারে তাই এখন থেকেই শুরু হয়ে গেছে পরিত্রাণের পথ খোঁজার চেষ্টা ।

18 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তারপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক । শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকায় মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে মোট 20টি । ফলে ওই এলাকায় পরীক্ষা দিতে আসা কয়েক হাজার মাধ্যমিক পরীক্ষার্থী পড়তে পারে প্রবল সমস্যায় । তীব্র যানজটের কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে । ফলে চিন্তা আরও বেড়েছে লালবাজারের ট্রাফিক বিভাগের । একই সঙ্গে 11টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রও রয়েছে এই এলাকায় । চিন্তা রয়েছে তাদের নিয়েও ।

আরও পড়ুন : কাজের দিনে বন্ধ টালা ব্রিজ, বিকল্প পথেও যানজটের আশঙ্কা শহরে

লালবাজার সূত্রের খবর, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছানো হবে পুলিশের প্রধান দায়িত্ব । সেই ক্ষেত্রে পরীক্ষা চলার সময় নেওয়া হবে বিশেষ ব্যবস্থা । পরীক্ষার্থীদের গাড়িকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে যানজট থেকে বের করে আনা হবে । পাশাপাশি একক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ । সম্ভবত সেই ক্ষেত্রে দেওয়া হবে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর । সমস্যায় পড়লে সেই নম্বরে ফোন করলেই হাত বাড়িয়ে দেবে কলকাতা পুলিশ । পরীক্ষার্থীকে পৌঁছে দেওয়া হ নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে ৷

আরও পড়ুন : চলছে টালা ব্রিজ ভাঙার কাজ, উত্তর কলকাতার একাধিক এলাকায় যানজট

এমনিতে কাল থেকে অফিস টাইমে শহরমুখী গাড়িগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ । আবার বিকেলে অফিস ফিরতি আমজনতার জন্য উলটো দিকের যানবাহনগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হবে । প্রথম দিন থেকে শিক্ষা নিয়ে আপাতত এমনটাই চিন্তাভাবনা রয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ।

Last Updated : Feb 4, 2020, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details