কলকাতা, 28 জুন: একটা এসএমএস ৷ তার মধ্যেই লুকিয়ে প্রতরণার ফাঁদ ৷ সেই ফাঁদে পা দিলেই বিপদ ৷ মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা ৷ একজন, দু’জন নন ৷ বহু মানুষ এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন ৷ পুলিশের তরফে সচেতনতামূলক প্রচারও হয়েছে অনেক ৷ লাভ হয়নি কিছুই ৷ তাই এবার সরাসরি টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলতে চাইছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ লালবাজার সূত্রে এমনই জানা গিয়েছে ৷
সম্প্রতি এসএমএসের মাধ্যমে সাইবার প্রতারণার (Cyber Fraud) নতুন একটি কৌশল ধরা পড়েছে ৷ জানা গিয়েছে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা দেওয়া হবে বলে এসএমএস আসছে ৷ অনেকেই এই প্রতারণার ফাঁদে দিচ্ছেন ৷ তাঁদের পরবর্তী পদক্ষেপ হিসেবে কুইক সাপোর্ট নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে ৷ তার পর মোবাইলে একটি পাসওয়ার্ড আসছে ৷ সেই পাসওয়ার্ড দিয়ে ওই অ্যাপ খুললেই ফোনের সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে সাইবার দস্যুরা ৷ তার পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা ৷