পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cyber Fraud: সাইবার অপরাধ দমনে এবার টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলবে লালবাজার - কলকাতা পুলিশ

এসএমএসের মাধ্যমে প্রতারণার (Cyber Fraud) ফাঁদে পা দেওয়ার অভিযোগ প্রায় শোনা যায় ৷ পুলিশের কাছেও নথিভুক্ত হয় এই ধরনের অভিযোগ ৷ তাই এবার এই নিয়ে সচেতনতা বৃদ্ধিতে টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলবে লালবাজার (Lalbazar) ৷ এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত ৷

kolkata-police-to-connect-with-telecom-providers-to-create-cyber-fraud-awareness
Cyber Fraud: সাইবার অপরাধ দমনে এবার টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলবে লালবাজার

By

Published : Jun 28, 2022, 5:53 PM IST

কলকাতা, 28 জুন: একটা এসএমএস ৷ তার মধ্যেই লুকিয়ে প্রতরণার ফাঁদ ৷ সেই ফাঁদে পা দিলেই বিপদ ৷ মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা ৷ একজন, দু’জন নন ৷ বহু মানুষ এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন ৷ পুলিশের তরফে সচেতনতামূলক প্রচারও হয়েছে অনেক ৷ লাভ হয়নি কিছুই ৷ তাই এবার সরাসরি টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলতে চাইছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ লালবাজার সূত্রে এমনই জানা গিয়েছে ৷

সম্প্রতি এসএমএসের মাধ্যমে সাইবার প্রতারণার (Cyber Fraud) নতুন একটি কৌশল ধরা পড়েছে ৷ জানা গিয়েছে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা দেওয়া হবে বলে এসএমএস আসছে ৷ অনেকেই এই প্রতারণার ফাঁদে দিচ্ছেন ৷ তাঁদের পরবর্তী পদক্ষেপ হিসেবে কুইক সাপোর্ট নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে ৷ তার পর মোবাইলে একটি পাসওয়ার্ড আসছে ৷ সেই পাসওয়ার্ড দিয়ে ওই অ্যাপ খুললেই ফোনের সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে সাইবার দস্যুরা ৷ তার পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা ৷

লালবাজার (Lalbazar) সূত্রে খবর, সম্প্রতি এই ধরনের অপরাধের শিকার হয়েছেন অনেকে ৷ পুলিশের কাছে বেশ কয়েকটি অভিযোগও জমা পড়েছে ৷ তার পরই এই নিয়ে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই পদক্ষেপের অঙ্গ হিসেবেই টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলতে চায় পুলিশ ৷ তাদের মাধ্যমেও সাধারণ মানুষক সচেতনতার বার্তা পাঠাতে চাইছে লালবাজার, সেই কারণেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে (kolkata police to connect with telecom providers to create Cyber Fraud Awareness) ৷

যদিও এই নিয়ে কলকাতা পুলিশের কেউই মুখ খুলতে নারাজ ৷ নাম প্রকাশে অনিচ্ছুক লালবাজারের গোয়েন্দা বিভাগের একজন পুলিশকর্তা জানান, শুধু এই রাজ্যে নয়, বরং গোটা দেশজুড়ে এই প্রকারের প্রতারণার জাল বিছিয়ে রেখেছে সাইবার দস্যুরা । ফলে সর্বব্যাপী সতর্কতামূলক প্রচার অত্যন্ত প্রয়োজনীয় ।

আরও পড়ুন :Kolkata Dacoity: গিরীশ পার্কের সোনার দোকানের ডাকাতিতে জড়িত কর্মী 2 ভাই

ABOUT THE AUTHOR

...view details