কলকাতা, 6 মার্চ: কয়েকদিন আগেই দিল্লিতে হিংসায় অনেকের মৃত্য়ু হয়েছে । আর সেকথা মাথায় রেখে দোল ও হোলির আগে আরও সতর্ক কলকাতা পুলিশ ৷ সেই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য লালবাজারে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় । সেখানে ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা ৷ ছিলেন কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা ।
দোল এবং হোলি উপলক্ষ্যে কলকাতায় মোতায়েন থাকবে 4000 অতিরিক্ত পুলিশ কর্মী । দোলের দিন থাকবে 700 পুলিশ পিকেটিং । হোলির দিন পিকেটিংয়ের সংখ্যা থাকবে 500 । শহরের অলিগলিতে কড়া নজর রাখতে অতিরিক্ত 48টি মোটরসাইকেল পেট্রোলিংয়ের ব্যবস্থা করেছে লালবাজার । কাজ করবে 15টি অতিরিক্ত HRFS টিম । RCP টিম থাকবে 40টি ।সক্রিয় থাকবে 27 টি PCR ভ্যান ।
দোলের বিধিনিষেধের পোস্টার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পরিবেশ দূষণ হয় ,এমন কোনও বস্তু জ্বালানো যাবে না । অনিচ্ছুক ব্যক্তিকে কোনওভাবেই রং দেওয়া যাবে না ।’’ কলকাতা পুলিশ জানিয়েছে, এটি আইনত দণ্ডনীয় অপরাধ । এরকম কোনও ঘটনার ক্ষেত্রে মামলা দায়ের করবে পুলিশ । কোনও প্রকার আপত্তিকর রং এবং ক্ষতিকর দ্রব্য লাগাতে নিষেধ করা হয়েছে । বড় রাস্তায় রং খেলা অথবা বাড়ির ছাদ, বারান্দা থেকে পথচারীদের উপর রং দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানানো হয়েছে ।
রং খেলায় অংশগ্রহণকারীরা যদি লরি কিংবা কোনও খোলা গাড়িতে যাতায়াত করে, তবে পুলিশ তাদের আটক এবং নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা করতে পারে বলে জানানো হয়েছে । প্রকাশ্যে মাদক নিলে দেখামাত্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হবে বলে জানিয়েছে লালবাজার কর্তৃপক্ষ । এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার, হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার বলেন, “ জোর করে রং দিলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ । পরীক্ষা চলছে, তাই কোনওভাবেই মাইক বাজানো চলবে না । নাগরিকদের নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করা হচ্ছে । কোনও ব্যক্তি মদ্যপান করে রাস্তায় মাতলামি করলে কিংবা প্রকাশ্যে মদ্যপান করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।’’