কলকাতা, 15 সেপ্টেম্বর: তিলোত্তমাজুড়ে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি । এবার আক্রান্ত হলেন খোদ নগরপাল (Vineet Goyal) । ডেঙ্গি আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Kolkata Police Commissioner Vineet Goyal) । দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার তাঁকে ভর্তি করা হয় (Vineet Goyal infected with Dengue) । বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি ।
দিনের পর দিন ক্রমশ ভয়াবহতার রূপ নিচ্ছে ডেঙ্গি । অন্যদিকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে এর সম্পূর্ণ দায় চাপানো হয়েছে আমজনতার উপর । কলকাতা পুলিশের পক্ষ থেকেও এই পরিস্থিতি নিয়ে মিটিং হয়েছে । তারমধ্যেই ডেঙ্গি পজিটিভ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন পুলিশ কমিশনার বিনীত গোয়েল । হাসপাতাল সূত্রে খবর, গত তিনদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি । তারপরেই তাঁর রক্তরসের নমুনা পরীক্ষা করা হয় । রিপোর্ট আসার পরেই তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । চিকিৎসক রাহুল জৈনের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে ।