পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Vineet Goyal: ডেঙ্গিতে আক্রান্ত কলকাতার নগরপাল, হাসপাতালে ভর্তি বিনীত গোয়েল - Commissioner of Kolkata Police

ডেঙ্গিতে আক্রান্ত হলেন নগরপাল (Kolkata Police Commissioner Vineet Goyal) । ডেঙ্গি আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal infected with Dengue) ।

Vineet Goyal Dengue Positive
Vineet Goyal Dengue Positive

By

Published : Sep 15, 2022, 6:33 AM IST

Updated : Sep 15, 2022, 9:57 AM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: তিলোত্তমাজুড়ে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি । এবার আক্রান্ত হলেন খোদ নগরপাল (Vineet Goyal) । ডেঙ্গি আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Kolkata Police Commissioner Vineet Goyal) । দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার তাঁকে ভর্তি করা হয় (Vineet Goyal infected with Dengue) । বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি ।

দিনের পর দিন ক্রমশ ভয়াবহতার রূপ নিচ্ছে ডেঙ্গি । অন্যদিকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে এর সম্পূর্ণ দায় চাপানো হয়েছে আমজনতার উপর । কলকাতা পুলিশের পক্ষ থেকেও এই পরিস্থিতি নিয়ে মিটিং হয়েছে । তারমধ্যেই ডেঙ্গি পজিটিভ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন পুলিশ কমিশনার বিনীত গোয়েল । হাসপাতাল সূত্রে খবর, গত তিনদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি । তারপরেই তাঁর রক্তরসের নমুনা পরীক্ষা করা হয় । রিপোর্ট আসার পরেই তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । চিকিৎসক রাহুল জৈনের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে ।

আরও পড়ুন : 10 দিনেই কলকাতায় ডেঙ্গি আক্রান্ত 130! যুদ্ধকালাীন তৎপরতা ফিরহাদদের

2019 সালে প্রকোপ ছড়িয়েছিল ডেঙ্গ 2 । তারসঙ্গেই এবার মাথাব্যথা বাড়িয়েছে ডেঙ্গ 3 । স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 10 হাজার ছাড়িয়েছে । এরই মধ্যে সামনে এসেছে ডেঙ্গি 3-এর কথা । যা ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে ।

Last Updated : Sep 15, 2022, 9:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details