কলকাতা, 6 অক্টোবর : উত্তরবঙ্গের (North Bengal) মালবাজারে নদীতে প্রতিমা নিরঞ্জন করার সময় আচমকাই হড়পা বান আসায় বিপত্তি তৈরি হয় (Malbazar Flash Flood Accident) । এই হড়পা বানে এখনও পর্যন্ত একাধিক ব্যক্তি মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন । তার প্রেক্ষিতে কলকাতা এবং তার আশপাশের গঙ্গার ঘাটগুলিতে যাতে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন হয়, তার জন্য এবার বাড়তি সতর্কতা অবলম্বন করল কলকাতা পুলিশ (Kolkata Police) এবং কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ।
গতকাল, বুধবার বাজে কদমতলা ঘাট পরিদর্শনে এসে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) বলেন, ‘‘কলকাতা পৌরনিগম এবং কলকাতা পুলিশ সমন্বয় সাধন করে কাজ করছে ।’’ লালবাজার (Lalbazar) সূত্রের খবর, উত্তরবঙ্গের মালবাজারে হড়পা বানের ঘটনায় গতকালের থেকে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে ৷ বাজে কদমতলা ঘাটে আজ, বৃহস্পতিবার প্রতিমা নিরঞ্জনের (Kolkata Durga Idol Immersion) সময় থাকবেন একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক । তাঁর নেতৃত্বে থাকবেন চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একাধিক থানার ওসি ।
পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে । কলকাতার রিভার ট্রাফিক পুলিশের 8টি স্পিড বোট ইতিমধ্যেই গঙ্গাবক্ষে টহল দিচ্ছে ৷ সঙ্গে রয়েছেন ডুবুরিরাও । যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ড্রোনের সাহায্যে গোটা প্রতিমা নিরঞ্জনের পর্ব ওপর থেকে নজরদারি চালাচ্ছে প্রশাসন ।