পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Durga Idol Immersion: মালবাজারে হড়পা বানে দুর্ঘটনার জেরে কলকাতা প্রতিমা নিরঞ্জনে বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসন - প্রতিমা নিরঞ্জন

গতকাল জলপাইগুড়ি মালবাজারে প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে অনেকের মৃত্যু হয় (Malbazar Flash Flood Accident) ৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বৃহস্পতিবার কলকাতায় বিসর্জন নিয়ে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ (Kolkata Police) ও কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷

kolkata-police-and-kmc-more-cautious-about-durga-idol-immersion-after-malbazar-flash-flood-accident
Kolkata Durga Idol Immersion: মালবাজারে হড়পা বানে দুর্ঘটনার জেরে কলকাতা প্রতিমা নিরঞ্জনে বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসন

By

Published : Oct 6, 2022, 3:36 PM IST

কলকাতা, 6 অক্টোবর : উত্তরবঙ্গের (North Bengal) মালবাজারে নদীতে প্রতিমা নিরঞ্জন করার সময় আচমকাই হড়পা বান আসায় বিপত্তি তৈরি হয় (Malbazar Flash Flood Accident) । এই হড়পা বানে এখনও পর্যন্ত একাধিক ব্যক্তি মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন । তার প্রেক্ষিতে কলকাতা এবং তার আশপাশের গঙ্গার ঘাটগুলিতে যাতে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন হয়, তার জন্য এবার বাড়তি সতর্কতা অবলম্বন করল কলকাতা পুলিশ (Kolkata Police) এবং কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ।

গতকাল, বুধবার বাজে কদমতলা ঘাট পরিদর্শনে এসে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) বলেন, ‘‘কলকাতা পৌরনিগম এবং কলকাতা পুলিশ সমন্বয় সাধন করে কাজ করছে ।’’ লালবাজার (Lalbazar) সূত্রের খবর, উত্তরবঙ্গের মালবাজারে হড়পা বানের ঘটনায় গতকালের থেকে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে ৷ বাজে কদমতলা ঘাটে আজ, বৃহস্পতিবার প্রতিমা নিরঞ্জনের (Kolkata Durga Idol Immersion) সময় থাকবেন একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক । তাঁর নেতৃত্বে থাকবেন চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একাধিক থানার ওসি ।

কলকাতায় বিসর্জনের প্রস্তুতি

পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে । কলকাতার রিভার ট্রাফিক পুলিশের 8টি স্পিড বোট ইতিমধ্যেই গঙ্গাবক্ষে টহল দিচ্ছে ৷ সঙ্গে রয়েছেন ডুবুরিরাও । যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ড্রোনের সাহায্যে গোটা প্রতিমা নিরঞ্জনের পর্ব ওপর থেকে নজরদারি চালাচ্ছে প্রশাসন ।

পুলিশ ও প্রশাসন এবং সংবাদকর্মী ছাড়া ঘাটের একেবারে সামনের সারিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । গতকাল থেকে ঘাটের যে সীমানা পর্যন্ত পুজো উদ্যোক্তাদের আসতে দেওয়া হচ্ছিল, তা আজও বহাল রয়েছে । একটি নির্দিষ্ট সীমানা অবধি পুজো উদ্যোক্তারা আসার পর প্রতিমার কাঠামো নিজেদের হেফাজতে নিয়ে গঙ্গায় ভাষণ দিচ্ছেন পৌরনিগমের কর্মীরা । সঙ্গে সঙ্গে জলে পড়া সেই কাঠামো ক্রেনের দ্বারা তুলে, তা অন্যত্র সরিয়ে রাখা হচ্ছে ।

কলকাতায় বিসর্জনের প্রস্তুতি

গতকাল বিসর্জনের পরে কাঠামোর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়া বাজে কদমতলা ঘাটে । ইতিমধ্যেই নর্থ পোর্ট থানার পুলিশ স্টেশনে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । ওই ব্যক্তির নাম, পরিচয় পাওয়া যায়নি । প্রতিমা নিরঞ্জন করতে এসে তিনি তলিয়ে গিয়েছেন নাকি গঙ্গায় জোয়ারের জলে ভেসে থাকা দেহ বাজে কদমতলা ঘাটে এসেছে, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা ।

কলকাতায় বিসর্জনের প্রস্তুতি

আরও পড়ুন :মাল নদীতে হড়পা বানের ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মমতা-মোদির

ABOUT THE AUTHOR

...view details