কলকাতা, 20 ফেব্রুয়ারি: এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে এস্কেলেটর বা চলমান সিঁড়ি (Escalator At Esplanade Metro) । পুরানো এস্কেলেটর (Escalator) সরিয়ে তার জায়গায় বসানো হল নতুন এই চলমান সিঁড়ি । নতুন এই এস্কেলেটরটি বসানো হল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দক্ষিণ দিকে ।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে 20 থেকে 25 বছরের পুরানো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলে তার জায়গায় নতুন এস্কেলেটর বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরানো এস্কেলেটর সরিয়ে তার পরিবর্তে বসেছে নতুন এস্কেলেটর বসানো হল । কলকাতা মেট্রোর সবকটি এস্কেলেটরই একটি বেসরকারি সংস্থার তৈরি করা ।