পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজারহাটে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্মীদের জন্য কোয়ারানটিন সেন্টার - coronavirus cases in west bengal

সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রোর কয়েকজন কর্মী কোরোনায় আক্রান্ত হন । ভবিষ্যতে এরকম পরিস্থিতি হলে তাঁদের যাতে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, তার জন্য কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ ।

kolkata metro build a quarantine center
রাজারহাটে মেট্রো কর্মীদের জন্য কোয়ারানটিন সেন্টার

By

Published : Aug 26, 2020, 6:46 AM IST

কলকাতা, 26 অগাস্ট :এবার রাজারহাটে তৈরি হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কোয়ারানটিন সেন্টার । কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-এর তরফে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কর্মীদের জন্য এই কোয়ারানটিন সেন্টার তৈরি করা হয়েছে ।

রাজারহাটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে লেবার ক্যাম্পটি রয়েছে, সেখানেই আলাদা করে তৈরি করা হয়েছে এই সেন্টার । চলতি মাস থেকে এখানে পরিষেবা চালু হয়ে গেছে । সম্প্রতি বউবাজারের সুড়ঙ্গের কাজ করতে গিয়ে একাধিক মেট্রোর কর্মী COVID-19'এ আক্রান্ত হন । তারপরে তাঁদের আইসলেশনে পাঠানো হয় । তাই ভবিষ্যতে যদি আবারও কোনও কর্মী সংক্রমিত হন, সেক্ষেত্রে তাঁদের পৃথক জায়গায় রেখে চিকিৎসা করা হবে । সেই চিন্তা-ভাবনা থেকে তাই এই ব্যবস্থা করা হয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক KMRCL-এর এক আধিকারিক বলেন যে, "রাজারহাটে একটি আইসলেশন সহ কোয়ারানটিন সেন্টার করা হয়েছে । এখানে প্রায় 25টি বেড রয়েছে । ইতিমধ্যে মেট্রোর বেশ কয়েকজন কর্মীর জ্বর ও কিছু উপসর্গ দেখা গেছে । তাঁদের সেন্টারে রাখা হয়েছে । প্রতিদিন চিকিৎসকরা তাঁদের পরীক্ষা করে যাচ্ছেন । পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় স্বাথ্য পরীক্ষাও করা হয়েছে ।"

রাজারহাটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে লেবার ক্যাম্পটি রয়েছে সেখানে বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় 250 থেকে 300 জন কর্মী থাকেন । সম্প্রতি বউবাজার অঞ্চলের সুড়ঙ্গ খননের কাজের সময় 14জন কর্মী ও সুপারভাইজ়াররা কোরোনায় আক্রান্ত হওয়ায় কাজ বন্ধ হয়ে যায় । এরপর আবার অগাস্ট মাসের প্রথম সপ্তাহে কাজ শুরু হয় । সামাজিক দূরত্ব বজায় রেখে অনেক কম সংখ্যক কর্মী নিয়ে কাজ হচ্ছে । কর্মীরা স্বাথ্যবিধি মেনে মাস্ক, গ্লাভস, শু-কভার ও অন্য সতর্কতা মেনে কাজ করছেন । এর ফলে যে দ্রুততার সঙ্গে কাজ শেষ হওয়ার কথা ছিল তা হবে না বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ । যে 800 মিটার কাজ অসম্পূর্ণ রয়েছে তা শেষ করতে তিন থেকে চার মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details