কলকাতা, 5 জুন : লকডাউন শিথিলের পদক্ষেপের বিষয়ে কেন্দ্র ও রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট । 11 জুনের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারকে লকডাউন শিথিল করার বিষয়ে হলফনামা দিয়ে জানাতে হবে ।
অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । অনিন্দ্যবাবুর বক্তব্য, এই মুহূর্তে দেশে দুই লাখের বেশি মানুষ COVID-19 আক্রান্ত । পাঁচ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন । প্রতিদিন আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বাড়ছে । ঠিক সেইসময় অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া বলে অভিযোগ করেন তিনি ।
রাজ্য সরকার কোনও পরিকল্পনা ছাড়াই লকডাউন শিথিল করছে । সেই কারণে বাজার থেকে শুরু করে সরকারি পরিবহন কোথাও সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না । পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও রাজ্যের কোনও সুস্পষ্ট নীতি না থাকায় রাজ্যে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ জানান সংশ্লিষ্ট আইনজীবী । পরিস্থিতির উপর নজর রাখার জন্য রাজ্যের সঠিক সংখ্যায় পুলিশ মোতায়েন প্রয়োজন বলেও তিনি জানান ।