পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kalighat Skywalk Project : বউবাজার থেকে শিক্ষা নিয়ে কালীঘাট স্কাইওয়াক নির্মাণে বাড়তি সতর্ক কলকাতা পৌরনিগম - রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার

মেট্রোর কাজের জেরে বউবাজারে কয়েক বছরের ব্যবধানে দু’বার বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ বাড়ি ভেঙে পড়েছে ৷ সেই ঘটনাগুলি থেকে কালীঘাট স্কাইওয়াক নির্মাণে বাড়তি সতর্কতা নিতে চলেছে কলকাতা পৌরনিগম (KMC more cautious about Kalighat Skywalk Project after Bowbazar Incident) ৷

KMC more cautious about Kalighat Skywalk Project after Bowbazar Incident
Kalighat Skywalk Project : বউবাজার থেকে শিক্ষা নিয়ে কালীঘাট স্কাইওয়াক নির্মাণে বাড়তি সতর্ক কলকাতা পৌরনিগম

By

Published : May 30, 2022, 9:31 PM IST

কলকাতা, 30 মে : বউ বাজারের মেট্রো বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে কালীঘাট স্কাইওয়াক তৈরির বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে কলকাতা পৌরনিগম (KMC more cautious about Kalighat Skywalk Project after Bowbazar Incident) । বউবাজারের মতো এখানেও রয়েছে শতাব্দী প্রাচীন বেশ কিছু বাড়ি । যেগুলোর বেশির ভাগই চুন সুরকির । রয়েছে ইংরেজ আমলের ইটের নিকাশি নালা ।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk Project) । আর সেই কাজ করতে গিয়ে যাতে বউবাজারর কাণ্ডের পুনরাবৃত্তি না হয়, সেটাই এখন অন্যতম চিন্তার বিষয় পৌরনিগমের (Kolkata Municipal Corporation) । পাশাপাশি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে উদ্যোগী কলকাতা পৌরনিগম । সেই বিষয় এদিন মেয়র ফিরহাদ হাকিমের (Kolkata Mayor Firhad Hakim) নেতৃত্বে পৌরনিগমে বৈঠক হয় ।

বৈঠকে ছিলেন পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার (AITC MLA Debasis Kumar)-সহ কলকাতা পৌর ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা এবং স্থানীয় কাউন্সিলর প্রবীর চক্রবর্তী । সেখানেই আলোচনা হয় সতর্কতা ও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে কী ধরনের রূপরেখা তৈরি করা যায়, তা নিয়ে । যদিও বউবাজার কাণ্ডের পরে সতর্কতা বিষয় প্রকাশ্যে কিছু বলেননি মেয়র বা আধিকারিকরা কেউই ।

উল্লেখ্য, 2018 সালে দক্ষিণেশ্বর স্কাইওয়াক উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কালীঘাটের স্কাইওয়াক করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন । তারপর মাটি পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর 2019 সালে কাজ শুরু হওয়ার কথা থাকলেও হকার পুনর্বাসন নিয়ে বেশ কিছুটা দেরি হয়ে ।

প্রাথমিকভাবে 80 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই স্কাইওয়াক তৈরিতে ৷ 500 মিটার লম্বা এই স্কাইওয়াক তৈরি হবে চওড়া হবে 10.5 মিটার এবং উচ্চতা 6 মিটার । এই স্কাইওয়াকের থাকবে চারটি এসকেলেটার এবং দু’টি এলিভেটর । মোট 680 টি স্টল ৷

এদিন বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, ‘‘এই প্রকল্পের পাশেই রয়েছে পুরনো ইটের তৈরি নিকাশি নালা । এছাড়াও পুরনিগমের ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ লাইন-সহ বেশকিছু পরিকাঠামো রয়েছে । এসমস্ত বাঁচিয়ে কাজ করতে হচ্ছে । তাই কাজে যাতে দেরি না হয়, সেই জন্যই এই 15 দিন পর পর জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’’

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, দ্রুত কাজ শেষ করতে 15 দিন অন্তর অভ্যন্তরীণ বৈঠক করার পরামর্শ মেয়রের । দুই মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় 15 দিন অন্তর বৈঠক করবেন । সেই বৈঠকের রিপোর্ট পৌর কমিশনার বিনোদ কুমার মেয়র ফিরহাদ হাকিম এর কাছে পাঠাবেন ।

মূলত পাইলিং কাজে যে মেশিন ব্যবহার হচ্ছে সেই মেশিন পুরনো । যাতে সেই কাজ করতে বা অন্য কোনও কাজে কম্পন বেশি না হয়, সেদিকে খেয়াল রাখবে । তাই আধুনিক আরও দুই মেশিন আনা হচ্ছে যাতে কম্পন না হয় বা এই কাজের প্রভাব আশপাশের বাড়িতে ফাটলের ঘটনা না ঘটে ।

আরও পড়ুন :Firhad on Rowing Club : রোয়িং ক্লাবে রাখতে হবে পেট্রলচালিত উদ্ধারকারী বোট, নির্দেশ মেয়রের

ABOUT THE AUTHOR

...view details