কলকাতা, 30 মে : বউ বাজারের মেট্রো বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে কালীঘাট স্কাইওয়াক তৈরির বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে কলকাতা পৌরনিগম (KMC more cautious about Kalighat Skywalk Project after Bowbazar Incident) । বউবাজারের মতো এখানেও রয়েছে শতাব্দী প্রাচীন বেশ কিছু বাড়ি । যেগুলোর বেশির ভাগই চুন সুরকির । রয়েছে ইংরেজ আমলের ইটের নিকাশি নালা ।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk Project) । আর সেই কাজ করতে গিয়ে যাতে বউবাজারর কাণ্ডের পুনরাবৃত্তি না হয়, সেটাই এখন অন্যতম চিন্তার বিষয় পৌরনিগমের (Kolkata Municipal Corporation) । পাশাপাশি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে উদ্যোগী কলকাতা পৌরনিগম । সেই বিষয় এদিন মেয়র ফিরহাদ হাকিমের (Kolkata Mayor Firhad Hakim) নেতৃত্বে পৌরনিগমে বৈঠক হয় ।
বৈঠকে ছিলেন পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার (AITC MLA Debasis Kumar)-সহ কলকাতা পৌর ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা এবং স্থানীয় কাউন্সিলর প্রবীর চক্রবর্তী । সেখানেই আলোচনা হয় সতর্কতা ও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে কী ধরনের রূপরেখা তৈরি করা যায়, তা নিয়ে । যদিও বউবাজার কাণ্ডের পরে সতর্কতা বিষয় প্রকাশ্যে কিছু বলেননি মেয়র বা আধিকারিকরা কেউই ।
উল্লেখ্য, 2018 সালে দক্ষিণেশ্বর স্কাইওয়াক উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কালীঘাটের স্কাইওয়াক করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন । তারপর মাটি পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর 2019 সালে কাজ শুরু হওয়ার কথা থাকলেও হকার পুনর্বাসন নিয়ে বেশ কিছুটা দেরি হয়ে ।