পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC on Minors Vaccination : সোমবার থেকে স্কুলে হবে 15-18 বছর বয়সীদের টিকাকরণ, জানালেন ফিরহাদ - KMC planning on minors vaccination in kolkata

কলকাতা পৌরনিগম জানিয়েছে (KMC on Minors Vaccination), আগামী 3 তারিখ কলকাতার 16টি বরোর 16টি স্কুল থেকে 15-18 বছর বয়সের ছেলেমেয়েদের টিকাকরণ শুরু হবে ৷

KMC on Minors Vaccition
স্কুলে হবে 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণ,পরিকল্পনা কলকাতা পৌরনিগমের

By

Published : Dec 29, 2021, 6:22 PM IST

Updated : Dec 29, 2021, 11:07 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর :আগামী 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকাকরণ শুরু হওয়ার কথা ৷ আগামী 3 তারিখ কলকাতার 16টি বরোর 16টি স্কুল থেকে 15-18 বছর বয়সের ছেলে মেয়েদের টিকাকরণ শুরু হবে (KMC on Minors Vaccination) ৷ বুধবার এই কথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ স্কুলে স্কুলে গিয়ে পড়ুয়াদের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন ৷ সেক্ষেত্রে পরিকাঠামো গত সহায়তা দিতে হবে স্কুলগুলিতে ৷ যে স্কুল আবেদন করবে পৌরনিগম সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখে সেখানে টিকাকরণের ব্যবস্থা করবে ৷ প্রত্যেক পড়ুয়াকে দেওয়া হবে কোভ্যাক্সিন ।

আরও পড়ুন : প্রয়োজনে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, জানালেন মমতা

প্রতিদিন প্রতি বরোতে একটি করে স্কুলের ছাত্র-ছাত্রীদের এই টিকাকরণ করা হবে বলে মেয়র জানিয়েছেন ৷ সরকারি স্কুলগুলির ক্ষেত্রে চিকিৎসক পৌরনিগমের তরফে পাঠানো হবে । বেসরকারি স্কুলে কর্তৃপক্ষদের চিকিৎসকের ব্যবস্থা করতে হবে নিজেদের । টিকা নিতে পড়ুয়াদের আধার কার্ড অথবা স্কুল সার্টিফিকেট এর প্রতিলিপি আনতে হবে । এদিন ফিরহাদ হাকিম আরও জানান, ষাটোর্ধ্বদের যাঁদের কোমর্বিডিটি আছে তাঁদের আগামী 10 জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া হবে ।

সোমবার থেকে স্কুলে হবে 15-18 বছর বয়সীদের টিকাকরণ, জানালেন ফিরহাদ

কলকাতায় যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে সেই সমস্ত এলাকা চিহ্নিত করে প্রয়োজন পরলে সেখানে কনটেনমেন্ট জোন করা হবে বলেও এদিন জানান ফিরহাদ হাকিম ।

Last Updated : Dec 29, 2021, 11:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details