পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Organ Donation: বিকল দুই কিডনি নিয়েই অঙ্গদানের সিদ্ধান্ত বাঘাযতীনের রাহুলের - অঙ্গ প্রতিস্থাপন

জটিল অসুখে বিকল রাহুল দের দু'টি কিডনি ৷ নিজের চিকিৎসা চালানোর পাশাপাশিই অঙ্গদানের (Organ Donation) সিদ্ধান্ত নিলেন কলকাতার বাঘাযতীনের এই যুবক ৷

Kidney failure patient decides to Organ Donation
Organ Donation: বিকল দুই কিডনি নিয়েই অঙ্গদানের সিদ্ধান্ত বাঘাযতীনের রাহুলের

By

Published : Oct 17, 2022, 8:39 PM IST

কলকাতা, 17 অক্টোবর: মা, বাবা, ঠাকুমাকে নিয়ে সোনার সংসার 'ছিল' বাঘাযতীনের রাহুলের ৷ তাল কাটল 2020 সালে ৷ সে বছরের 19 অগস্ট হঠাৎ পরিবারের সদস্যরা জানতে পারলেন রাহুলের দেহে দানা বেঁধেছে জটিল রোগ ৷ তাঁর একটি কিডনি ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে ৷ অন্য কিডনিটিও একেবারে অচল হওয়ার পথে ৷ প্রাথমিকভাবে ডায়ালিসিস করে বেঁচে থাকলেও পরবর্তীতে একমাত্র কিডনি প্রতিস্থাপনেই রাহুলের জীবন রক্ষা করা সম্ভব ৷ তবে, তার জন্য সঠিক ডোনার বা দাতা পাওয়া অত্যন্ত কঠিন ৷ তাই রাহুলের বাঁচার সম্ভাবনাও বিরল ৷ এই পরিস্থিতিতে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল ৷ এই যুবক স্থির করেছেন, তিনি যদি না বাঁচেন, তাহলে তাঁর শরীরের বাকি অঙ্গগুলি তিনি দান (মরণোত্তর) করবেন (Organ Donation) ৷ তাতে মৃত্যুর পরও একাধিক অন্য শরীরে বেঁচে থাকবেন রাহুল !

রাহুল দে ৷ বাঘাযতীন হাসপাতালের পাশ্ববর্তী এলাকায় তাঁদের বাড়ি ৷ রাহুলের বাবার একটি ছোট স্টেশনারি দোকান রয়েছে ৷ রাহুল নিজে একটি অনুষ্ঠান বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন ৷ একেবারেই ছাপোষা মধ্যবিত্ত পরিবার ৷ রাহুল জানান, 2020 সালে হঠাৎই একদিন জ্ঞান হারান তিনি ৷ তিনটে হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পর অবশেষে তাঁকে ভর্তি করা হয় আইরিস হাসপাতালে ৷ 19 অগস্ট রোগ শনাক্ত হওয়ার পর 20 তারিখ থেকেই শুরু হয় তাঁর ডায়ালিসিস ৷ চিকিৎসক অর্ণব দুয়ারির তত্ত্বাবধানে আইসিইউ-তে চারটে ডায়লিসিস নেওয়ার পর কার্যত পুনর্জন্ম হয় রাহুলের ৷

আরও পড়ুন:10 বছর পর বিরল টিউমার থেকে রেহাই, জটিল অস্ত্রোপচারে সাফল্য মেদিনীপুর হাসপাতালের

তারপর থেকে এখনও পর্যন্ত রাহুলের 230টি ডায়ালিসিস করাতে হয়েছে ৷ এর জন্য প্রতি মাসে খরচ হয় প্রায় 25 হাজার টাকা ! এত টাকার জোগান দেওয়া দে পরিবারের পক্ষে কার্যত অসম্ভব ৷ রাহুল জানান, এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য এলেও একাধিক সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে ৷ তিনি বলেন, "এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে আমাকে প্রায় 35টি 'টেস্ট' করাতে বলা হয় ৷ তারপর যতবার ওই হাসপাতালের চিকিৎসকের কাছে গিয়েছি, তিনি শুধু একটা করে নতুন 'টেস্ট' লিখে দিয়েছেন ৷ এই করে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে ৷ কিন্তু, লাভ কিছুই হয়নি ৷"

রাহুলের অসুস্থ হওয়ার খবরে রাহুলের মাও অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি ভেবেছিলেন, নিজের একটি কিডনি ছেলেকে দেবেন ৷ কিন্তু, তার আগেই মাত্র 50 বছর বয়সে মৃত্যু হয় রাহুলের মায়ের ৷ আর সেই থেকে আজও খোঁজ চলছে একজন কিডনি ডোনারের ৷ কিন্তু, রাহুলের হাতে সময় বেশি নেই ৷ চিকিৎসক মাত্র এক বছর সময় দিয়েছেন ৷ এর মধ্যেই ডোনার খুঁজে কিডনি প্রতিস্থাপন করতে হবে ৷

মৃত্যুর এই অপেক্ষা রাহুলের কাছে সবথেকে বেশি যন্ত্রণার ৷ তাই তাঁর মতো আরও যাঁরা রয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে চান রাহুল ৷ তিনি বলেন, "আমার শুধু কিডনি দু'টোই বিকল ৷ বাকি আমি সম্পূর্ণ সুস্থ ৷ তাই আমি চাই আমার ব্রেন ডেথ হওয়ার পর আমার বাকি অঙ্গগুলো অন্যদের দান করা হোক ৷ তাঁদের মধ্যেই আমি বেঁচে থাকব ৷"

গণদর্পণের সহযোগিতায় সেখানেই অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন রাহুল ৷ গণদর্পণের সদস্য শ্যামল চট্টোপাধ্যায় জানান, "একটি পুজো মারফত আমাদের সঙ্গে রাহুলের যোগাযোগ হয় ৷ তারপর সেখানেই এই বিষয়ে কথা হয় ৷ রাহুল নিজে অসুস্থ হয়েও অন্যকে অঙ্গদানে রাজি ৷"

ABOUT THE AUTHOR

...view details