কলকাতা, 14 জুন : গত কয়েকমাসে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷ কিন্তু সেই নির্দেশ দিয়ে আদৌ কি কোনও লাভ হয়েছে ? মঙ্গলবার এজলাসে বসে সেই প্রশ্নই তুললেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এই পরিস্থিতিতে তিনি নিজেই নিজেকে প্রশ্ন করছেন, ‘‘এতগুলো সিবিআই তদন্ত দিয়ে আমি ভুল করলাম নাকি ?’’
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে হাজির ছিলেন রাজ্যের শাসক দলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথোপকথন হয় ৷ সেখানেই ওই বিচারপতি সিবিআইকে দেওয়া তদন্তের নির্দেশ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ৷
যদিও তিনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ৷ কল্যাণ বিচারপতিকে বলেন, ‘‘সিবিআই মিডিয়ার সামনে চার পাঁচ দিনের জন্য, খুব বেশি হলে 10 দিনের জন্য হই হই করবে । সারদা-নারদা সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কি লাভ হয়েছে ? কিছুই হয়নি । প্রথম দু-চারদিন হই হই তারপর সব যেমনকে তেমন ।’’
তার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘গতকাল আমি ভাবছিলাম এতগুলো সিবিআই তদন্ত দিয়ে আমি ভুল করলাম নাকি ? বরং সিটকে দিলে ভালো হত । সিবিআইয়ের ম্যান পাওয়ার নেই ।’’ এর সঙ্গে তাঁর সংযোজন, ‘‘আমি নভেম্বর 2021-এ প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম । কিছুই হল না । কোনও মেটিরিয়াল উদ্ধার করতে পারেনি তারা এখনও । আমি খুবই টায়ার্ড ।’’
যা শুনে কল্যাণের প্রতিক্রিয়া, ‘‘আমি আগে অনেক এনার্জেটিক ছিলাম । এখন হতাশ হয়ে গিয়েছি এসব দেখতে দেখতে । আমি কোনও মন্তব্য করব না ।’’