পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Joka-BBD Bag Metro: ‘পরিবেশের ক্ষতি করে কিছু নয়’, জোকা-বিবাদী বাগ মেট্রো নিয়ে পর্যবেক্ষণ আদালতের - কেএমআরসিএল

জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পের সমাধান সূত্র অধরাই ৷ মোমিনপুরে কমান্ডো হাসপাতালের সামনে এবং ময়দান এলাকায় প্রকল্পের কাজের জন্য খোঁড়াখুড়ির অনুমতি দিচ্ছে না সেনা ৷ কলকাতা হাইকোর্টে সে নিয়ে মামলা করেছে আরভিএনএল ৷ যা নিয়ে আজ কার্যত সেনার পক্ষেই মত পোষণ করল আদালত ৷ জানিয়ে দিল পরিবেশের ক্ষতি করে কোনও কিছু সম্ভব নয় ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 10 নভেম্বর ৷

joka-bbd-bag-metro-project-stopped-due-to-army-objections-on-environment-issue
‘‘পরিবেশের ক্ষতি করে কোনও কিছু সম্ভব নয়’’, জোকা-বিবাদী বাগ মেট্রো নিয়ে পর্যবেক্ষণ আদালতের

By

Published : Sep 21, 2021, 5:57 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : আমাদের অনেক কিছুই প্রয়োজন ৷ কিন্তু, পরিবেশের ক্ষতি করে কোনও কিছুই সম্ভব নয় ৷ জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে এমনটাই পর্যবেক্ষেণ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ৷ প্রসঙ্গত, জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে ময়দান এলাকায় খননের জন্য সেনার কাছে অনুমতি চেয়েছিল কেএমআরসিএল অর্থাৎ, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড ৷ কিন্তু, সেনা সেই অনুমতি দেয়নি ৷ তার পরেই আরভিএনএল বা রেলওয়ে বিকাশ নিগম কলকাতা হাইকোর্টে খননের অনুমতি একটি মামলা করা হয় ৷

এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কলকাতা মেট্রো রেলের এই মামলাটি ওঠে ৷ সেখানে আরভিএনএলের তরফে বলা হয়, খননের কাজ শুরুর আগে ময়দান এলাকার মাটি পরীক্ষা বা অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতির জন্য অন্তত অনুমতি দিক সেনা ৷ কিন্তু, সেনার তরফে আপত্তি থাকায় এখনই অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতির ভিডিশন বেঞ্চের এনিয়ে বক্তব্য, পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ তাই এব্যাপারে কেন্দ্রীয় সরকার তথা সেনাবাহিনীর বক্তব্য আগে জানা জরুরি ৷ আগামী 10 নভেম্বর কেএমআরসিএলকে গোটা পরিকল্পনা এবং পরিবেশ সংক্রান্ত রিপোর্ট হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Kolkata Metro Rail: 25 সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার বাড়ছে মেট্রো পরিষেবা

আজ মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আরভিএনএলের তরফে আইনজীবী বলেন, ‘‘ময়দান এলাকায় খোঁড়াখুঁড়ি করলে আদৌ ক্ষতি হতে পারে কি না, তার জন্য আগে মাটি পরীক্ষা করতে হবে ৷ খননের ফলে হওয়া ভাইব্রেশনে ভিক্টোরিয়া বা অন্যান্য নির্মাণের কোনও ক্ষতি হতে পারে কি না, সেটা পরীক্ষা করার জন্য অন্তত অনুমতি দিক সেনা । এখনই চূড়ান্ত খোঁড়াখুঁড়ি তারা করছে না ৷ এ ব্যাপারে আদালত যদি সম্মতি দেয়, তবেই এগনো হবে ৷’’ তারই জবাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘‘অনেক কিছুরই দরকার । কিন্তু, তাড়াহুড়ো করলে হবে না ৷ তাড়াহুড়োর কি আছে ?’’

আরও পড়ুন : Kolkata Metro: উত্তর-দক্ষিণ মেট্রো পরিবারে যুক্ত হল নতুন সদস্য

অন্যদিকে, সেনার তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে ক্ষতিপূরণ বা অন্যান্য বিষয়ে শুধু নয় ৷ কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট একাধিকবার নির্দেশে জানিয়েছে, ময়দান এলাকার পরিবেশ গোটা শহরের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার ৷ কলকাতার পরিবেশের উপর প্রভাব পড়বে ৷ পাশাপাশি ভিক্টোরিয়ার স্থাপত্যের ক্ষতি হতে পারে ৷ আরভিএনএলের তরফে এ নিয়ে বলা হয়েছে, এ ব্যাপারে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে কোনও আপত্তি জানায়নি ৷

এদিন কেন্দ্রের তরফে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর ৷ তিনি বলেন, ‘‘পরিবেশ সহ অন্যান্য রিপোর্ট নিয়ে সব পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আরও আলোচনা করা প্রয়োজন ৷ পরিবেশের উপর কতটা প্রভাব পড়বে, সেটা খতিয়ে দেখা দরকার ৷’’ এর পরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবার 10 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ৷

আরও পড়ুন : Joka-BBD Bag Metro : সেনার আপত্তিতে মোমিনরপুরে থমকে মেট্রোর কাজ, আদালতে আরভিএনএল

জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ মোমিনপুর পর্যন্ত এগিয়ে থমকে রয়েছে ৷ কমান্ডো হাসপাতালের সামনেও মেট্রোর খনন নিয়ে সেনার তরফে আপত্তি তোলা হয়েছে ৷ সে নিয়েও অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আরভিএনএল ৷ বিষয়টি গত 2 সেপ্টেম্বর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে ৷ সেনার তরফে জানানো হয়েছিল, তিন সপ্তাহ সময় দেওয়া হোক ৷ তার মধ্যে সেনা তাদের বক্তব্য হাইকোর্টে জানাবে ৷ এর পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানিয়ে ছিলেন 21 সেপ্টেম্বরের মধ্যে সেনাকে জানাতে হবে মেট্রো খননের ব্যাপারে তাদের কি অবস্থান ৷ কিন্তু, আজ সেনার তরফে ফের পরিবেশগত কারণে আপত্তি তোলা হয়েছে ৷ এ নিয়ে আরভিএনএল যাতে পরিবেশবিদদের সঙ্গে আলোচনা করে, আজ আদালতে সেই প্রস্তাব পেশ করেছে সেনা ৷

ABOUT THE AUTHOR

...view details