পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee: এবার বিধানসভায় জেলবন্দি পার্থর আসনের নম্বর 272 - পার্থ চট্টোপাধ্যায়

এতদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশের আসনে বসতেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর তাঁর মন্ত্রিত্ব গিয়েছে ৷ তাই এখন তিনি সাধারণ বিধায়ক ৷ সেই কারণেই তাঁর নতুন আসন নম্বর হল 272 ৷

Jailed Partha Chatterjee to get seat no 272 in West Bengal Assembly
Partha Chatterjee: এবার বিধানসভায় জেলবন্দি পার্থর আসনের নম্বর 272

By

Published : Sep 12, 2022, 6:18 PM IST

Updated : Sep 12, 2022, 6:41 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর :আগামী বুধবার থেকে রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) বসতে চলেছে স্বল্পকালীন বিশেষ অধিবেশন । রাজ্যের পরিষদীয় মন্ত্রী হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের এটাই প্রথম বিধানসভার অধিবেশন । একই সঙ্গে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ক্ষমতায় আসার পর এই প্রথম এমন কোনও অধিবেশন বসতে চলেছে, যেখানে উপস্থিত থাকবেন না একদা তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ।

গত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমের চর্চায় থেকেছে পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশের আসনে বসবেন কে, তা নিয়ে ৷ এখন একরকম স্পষ্টই হয়ে গিয়েছে এই আসনে বসতে চলেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

এই অবস্থায় প্রশ্ন ছিল, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের আসন হচ্ছে কোথায় ? এদিন বিধানসভার সূত্র থেকে জানা গিয়েছে, ট্রেজারি বেঞ্চের পাশে অর্থাৎ শাসকদলের উপ মুখ্য সচেতক তাপস রায় যেখানে বসেন সেখানেই আসন বরাদ্দ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য । তাঁর সিট নম্বর 272 ।

যদিও তিনি এই মুহূর্তে কারা অন্তরালে রয়েছেন । তাঁর পক্ষে এবারের বিধানসভা অধিবেশনে অন্তত যোগ দেওয়া সম্ভব নয় । তবে যেহেতু তিনি এখনও একজন সাধারণ বিধায়ক রয়েছেন, তাই তাঁর জন্য আসন তো নির্ধারিত করতেই হবে । সেই মতো জানা যায় সাধারণ বিধায়ক হিসাবে শাসক দলের বিধায়কেরা যেখানে বসেন সেখানেই আসন বরাদ্দ হয়েছে পার্থর জন্য ৷

প্রসঙ্গত, সোমবার রাজ্য বিধানসভা কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ছিল । একই সঙ্গে ছিল সর্বদল বৈঠকও । সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়-সহ একাধিক শাসকদলের বিধায়ক । বিরোধীদের এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হলেও বিরোধীদের তরফ থেকে কেউ ছিলেন না ৷

এদিন বিরোধীদের ভূমিকার সমালোচনা করেছেন পরিষদীয়মন্ত্রী । তিনি বলেন, ‘‘আসলে বিজেপি (BJP) গোটা দেশে একদলীয় শাসন কায়েম করতে চাইছে । গণতান্ত্রিক রীতিনীতির উপর ওদের ভরসা নেই । তাই যেখানে ক্ষমতায় আছে, সেখানে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে । আর যেখানে ক্ষমতায় নেই, সেখানে গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে অনৈতিকভাবে ঘোড়া কেনা বেচার মতো করে বিধায়ক কেনাবেচা করে ক্ষমতা দখল করার চেষ্টা করছে ।’’

আরও পড়ুন :কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা ! বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল

Last Updated : Sep 12, 2022, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details