কলকাতা, 16 জুন : গতকাল দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election 2022) সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগ কতটা সফল, তা নিয়ে চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অন্দরমহলে । বিজেপি (BJP) এই বৈঠককে ব্যর্থ বলে কটাক্ষ করেছে ৷ তাদের ব্যাখ্যা, কোনও একটি নাম চূড়ান্ত করতে পারেনি বিরোধীরা ৷ কিন্তু তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) অবশ্য এই বক্তব্যের সঙ্গে একমত নয় । তাদের বক্তব্য, বিরোধীদের অধিকাংশ দলকে একসঙ্গে আলোচনার টেবিলে আনতে পারাই সাফল্য ৷ এই বিরোধী জোটই 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) সাফল্যের মুখ দেখাবে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে গতকাল যে বৈঠক হয়, সেই বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নিজেই চিঠি লিখে 22টি দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ বৈঠকে উপস্থিত ছিল 17টি দল ৷ সেখানে বিরোধীদের পক্ষ থেকে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয় ৷ কিন্তু তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন ৷
পরে একাধিক নাম নিয়ে আলোচনা হয় ৷ কিন্তু কোনও ঐকমত্য পৌঁছতে পারেনি বিরোধীরা ৷ আর সেই বিষয়টিকে হাতিয়ার করে গেরুয়া শিবির বৈঠককে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ব্যর্থতা হিসেবে দেখছে । তাদের মতে, 24-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিচার করা সঠিক হবে না । কারণ, লোকসভা নির্বাচনের আগে হাতে এখনও অনেক সময় রয়েছে । বিরোধী ঐক্য ভেঙে যেতে বেশি সময় লাগবে না ৷ 24-এর সম্ভাবনা নিয়ে এত ভাবনা অনর্থক ।