পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জুলাইতে হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, থিমকান্ট্রি ‘বাংলাদেশ’ - বঙ্গবন্ধু মুজিবুর রহমান

বিগত চার বছরের মতো এবছরও কলকাতা আন্তর্জাতিক বইমেলা হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। এবছরের থিমকান্ট্রি নিয়ে সুধাংশুবাবু জানান, এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ। 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার 50 বছর ৷ তাই এই থিম ভাবনা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ৷

Internationa kolkata_book_fair_will_be_held_in_the_month_of_july
জুলাইতে হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, থিমকান্ট্রি ‘বাংলাদেশ’

By

Published : Feb 4, 2021, 6:52 PM IST

Updated : Feb 5, 2021, 3:43 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বইপ্রেমিদের জন‍্য সুখবর। জুলাই মাসে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আজ সাংবাদিক বৈঠক করে জানাল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। এদিন গিল্ডের তরফে জানানো হয়েছে, 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিমকান্ট্রি বাংলাদেশ। চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। একইসঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার 50তম বছর। তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে উৎসর্গ করা হচ্ছে 2021 সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

2021 সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা 27 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু, কোরোনা অতিমারির কারণে তা কয়েকমাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। গত ডিসেম্বরে সেই সিদ্ধান্তের পর আজ গিল্ডের তরফে ঘোষণা করা হয়, জুলাই মাসে হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, ‘‘বিশ্বজুড়ে অতিমারির কারণে 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2021 তার নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। মেলার সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছিলাম। কিন্তু, এখন পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হয়ে এসেছে। আশা করা যায়, খুব দ্রুত আমরা অতিমারির সঙ্কট কাটিয়ে উঠতে পারব। রাজ‍্যে আসন্ন নির্বাচন, ICSC, CBSE বোর্ডের পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচির কারণে 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2021 আগামী জুলাই মাসে আয়োজিত হবে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই মেলার আয়োজন করা হবে। আমরা আশা করি, ততদিনে আন্তর্জাতিক উড়ান চলাচলও শুরু হবে এবং অন্যান্যবারের মতোই এবারেও বইমেলায় বিভিন্ন দেশের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ আমরা পাব।"

বিগত চার বছরের মতো এবছরও আন্তর্জাতিক বইমেলা হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। এবছরের থিমকান্ট্রি নিয়ে সুধাংশুবাবু বলেন, "আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ। 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। একইসঙ্গে 2021 বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার 50তম বছর। তাই আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2021 উৎসর্গ করা হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে।"

পাশাপাশি, এবারের বইমেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে। শ্রদ্ধার্ঘ‍্য জানানো হবে গত বছর হারানো বিশিষ্টজনদের প্রতিও। এ প্রসঙ্গে সুধাংশু শেখর দে বলেন, "গত 2020 সাল বিষাদময় বছর। অনেক সাহিত্যিক তথা গুণিজন যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, দেবেশ রায়, নিমাই ভট্টাচার্য, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, স্বপন মজুমদারদের মতো বিশিষ্টরা আমাদের ছেড়ে চলে গেছেন‌। আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমরা শ্রদ্ধার্ঘ্য জানাব সেইসব বিশিষ্টজনদের স্মৃতির প্রতি।"

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে কলকাতায় ঘুরল 'বইমেলা'

যেহেতু, এবছরের বইমেলার থিমকান্ট্রি বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হচ্ছে তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে বলে এদিন জানিয়েছে গিল্ড। বাংলাদেশের প্রধানমন্ত্রী কী আসবেন? কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান এ প্রসঙ্গে বলেন, "বইমেলা আয়োজনের জন্য জুলাই মাসটাকে ঠিক করা হয়েছে এবং এখনও দিন নির্ধারণ করা হয়নি। এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রকে যাবে। সেই সময়সূচির উপরেই নির্ভর করবে প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা। যেহেতু বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে তাঁকে উৎসর্গ করে মেলাটি হচ্ছে, নিশ্চয়ই উনি চাইবেন অংশগ্রহণ করতে। দিন ও সময় এগুলো হয়তো পরে স্থির করা হবে।"

Last Updated : Feb 5, 2021, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details