পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

inner clash bjp yuva morcha : বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাছাই ঘিরে অন্তর্দ্বন্দ্ব - মৌমিতা সাহা

বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাছাইকে ঘিরে প্রকাশ্য গোষ্ঠী কোন্দল ৷ মৌমিতা সাহাকে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক করায় সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করল যুব মোর্চার একাংশ ৷ যার পরেই যুব মোর্চার হোয়াটঅ্যাপ গ্রুপ থেকে 3 জনকে বের করে দিলেন সভাপতি সৌমিত্র খাঁ ৷

inner-clash-in-state-bjps-yuva-morcha-on-general-secretary-selection
বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাছাইকে ঘিরে অন্তর্দ্বন্দ্ব

By

Published : Jul 29, 2021, 5:01 PM IST

কলকাতা, 29 জুলাই : ফের একবার প্রকাশ্যে বিজেপির যুব মোর্চার গোষ্ঠী কোন্দল । মানিকতলা মণ্ডল যুব মোর্চার সদস্য মৌমিতা সাহাকে রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদকের পদ দেওয়া নিয়ে শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব ৷ মৌমিতা সাহা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হওয়ায় ক্ষোভে ফুঁসছেন যুব মোর্চার অন্য সদস্যরা ৷ নির্দিষ্ট করে বললে মূলত সৌমিত্র খাঁ’র বিরুদ্ধেই ক্ষোভ যুব মোর্চা কর্মীদের একাংশের ৷

বিজেপি সূত্রে খবর, যুব মোর্চার কর্মীদের একাংশের অভিযোগ, দলের যাঁরা পুরনো কর্মী, দিনের পর দিন যুব মোর্চার হয়ে কাজ করছেন, তাঁরা যুব মোর্চার মূল সংগঠনে জায়গা পাচ্ছেন না ৷ সেখানে হঠাৎই মৌমিতা সাহার রাজ্য কমিটিতে জায়গা পাওয়ার বিষয়টি কেউই মেনে নিতে পারছে না । এ নিয়ে অনেকে প্রতিবাদও করেছেন ৷ যার ফল হিসেবে সৌমিত্র খাঁ 3 জনকে যুব মোর্চার হোয়াটঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁরা ।

জানা গিয়েছে, সৌমিত্র খাঁ বিজেপি যুব মোর্চার হোয়াটঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন না ৷ কিন্তু, মৌমিতাকে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক করার পরেই হোয়াটঅ্যাপ গ্রুপে প্রতিবাদ জানাতে শুরু করেন ৷ এর পরেই সৌমিত্র খাঁ যুব মোর্চার সম্পাদক অফিসকে বলে নিজেকে গ্রুপ অ্যাডমিন করান ৷ বিজেপি যুব মোর্চার কয়েকজন সদস্য অভিযোগ করেছেন, সৌমিত্র খাঁ ওই গ্রুপে বাকিদের মেসেজ করা বন্ধ করে দেন ৷ শুধুমাত্র তিনিই গ্রুপে মেসেজ দিতে পারবেন ৷

আরও পড়ুন : দিল্লিকে ভুল বোঝানো বিরোধী দলনেতাকে আয়নায় মুখ দেখার পরামর্শ সৌমিত্রর

এ নিয়ে সৌমিত্র খাঁ-কে বলেন, ‘‘এটা দলের অভ্যন্তরীণ বিষয় ৷ একটা ছোট্ট ঘটনা ৷ যুব মোর্চার কয়েকজন সদস্য আবেগবশত কিছু কথা বলেছেন ৷ যুব মোর্চা একটা পরিবার ৷ সব ঠিক হয়ে যাবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details