কলকাতা, 26 সেপ্টেম্বর: পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অন্ধ্রপ্রদেশের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে । তার সক্রিয়তার ওপরেই নতুন সপ্তাহে বৃষ্টির গতিপ্রকৃতি বোঝা যাবে (West Bengal Weather Update) । মহালয়ার পরেই শারোদৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে । কলকাতার কয়েকটি মণ্ডপ দর্শকদের জন্য খুলেও গিয়েছে । পুজোর আগের শেষ ছুটির দিন সেই সব মণ্ডপের বাইরে উৎসাহী জনতের ভিড়ও দেখা গিয়েছে । দেবীপক্ষের শুরুতে বৃষ্টি কাঁটা ছড়ায়নি । আর পুজোয় বৃষ্টি বাধা হতে পারে বলে আবহাওয়া দফতর আগে বলে থাকলেও এখন সে ব্যাপারে কোনও ইঙ্গিত নেই । হাওয়া অফিসের অনুমান, পুজোয় বৃষ্টির সম্ভাবনা কমেছে বেশ খানিকটা।
দেবীপক্ষের শুরুতে রোদ ঝলমলে আবহ দেখেছে দক্ষিণবঙ্গে । তবে অস্বস্তিকর গরম অনুভুত হয়েছে । আগামী কয়েকদিনও আবহাওয়া এরকমই থাকার সম্ভাবনা বেশি । হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের কোনও উল্লেখযোগ্য পূর্বাভাস নেই । তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গায় হতে পারে । উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দুই এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ।