পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এই প্রথম রাজ্যে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজার ছাড়াল - কলকাতা কোরোনা আপডেট

গত 24 ঘণ্টায় রাজ্যে 4 হাজার 29 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । শেষ 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 61 জনের ।

ছবি
ছবি

By

Published : Oct 20, 2020, 9:05 PM IST

কলকাতা, 20 অক্টোবর : পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে কোরোনা সংক্রমণ । এই প্রথম একদিনে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়াল । গত 24 ঘণ্টায় রাজ্যে 4 হাজার 29 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

এখনও পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 29 হাজার 57 । শেষ 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 61 জনের । রাজ্যে এখনও পর্যন্ত মোট 6 হাজার 180 জনের কোরোনায় মৃত্যু হয়েছে ।

পুজো যত এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে কলকাতার রাস্তায় । রবিবার নিউ মার্কেট এলাকায় চোখে পড়ার মতো ভিড় ছিল । পুজোর আগে শপিং মলগুলিতেও ছিল শেষ মুহূর্তের কেনাকাটার তোড়জোড় । কলকাতায় শেষ 24 ঘণ্টায় 809 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 871 জন ।

রাজ্যে গতকাল পর্যন্ত 40 লাখ 34 হাজার 889টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 43 হাজার 762টি নমুনা পরীক্ষা করা হয় । সব মিলিয়ে এপর্যন্ত মোট 40 লাখ 78 হাজার 651টি নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 45 হাজার 318 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.7 শতাংশ ।

ABOUT THE AUTHOR

...view details