কলকাতা, 2 এপ্রিল : কোরোনা ভাইরাস প্রতিরোধে গোটা দেশে তথা রাজ্যে চলছে লকডাউন । আগেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 15 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় । স্বাভাবিকভাবেই টানা এক মাস ধরে ছুটিতে পড়াশোনা ব্যাহত হবে। এমনকী পাঠ্যক্রম পিছিয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতি অষ্টম শ্রেণি পর্যন্ত সকলকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের ।
অষ্টম শ্রেণি পর্যন্ত সকলকেই পাশ, ঘোষণা শিক্ষামন্ত্রীর - WBSED
পাশাপাশি ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পঠন-পাঠন যাতে প্রযুক্তির মাধ্যমে চালিয়ে যাওয়া যায় তারও পরিকল্পনা করছে স্কুলশিক্ষা দপ্তর । শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যেই এর প্রাথমিক রূপরেখা দপ্তর থেকে তৈরি করা হয়েছে । মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।
এবিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত সকলকে উত্তীর্ণ করা হবে । কাউকে একই শ্রেণিতে আটকে রাখা যাবে না ।"
পাশাপাশি ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পঠন-পাঠন যাতে প্রযুক্তির মাধ্যমে চালিয়ে যাওয়া যায় তারও পরিকল্পনা করছে স্কুলশিক্ষা দপ্তর । শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যেই এর প্রাথমিক রূপরেখা দপ্তর থেকে তৈরি করা হয়েছে । মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। তিনি বলেন, "নাইন টেন, ইলেভেন ও টুয়েলভ নিয়ে আমাদের শিক্ষা দপ্তর একটি পরিকল্পনা করছে । যাতে পড়াশোনাটাকে অব্যাহত রাখা যায় প্রযুক্তির মাধ্যমে । ই-মেল, ওয়েবসাইট, এমনকী দূরদর্শনের মাধ্যমেও যদি করা সম্ভব হয় তা নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করার চেষ্টা করছি । ইতিমধ্যেই শিক্ষা দপ্তর প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন করেছে । মুখ্যমন্ত্রী তথা সরকারের অনুমোদন পাওয়ার পর সেটি আমরা কার্যকর করতে পারি।"
এছাড়া সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষার নতুন সময়সূচি । কিন্তু গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, সেই সূচিটি ভুয়ো । আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, "সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এইসব খবরে বিশ্বাস না করতে। পরীক্ষার নতুন সময়সূচি ঠিক হলে যেমন তা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে, তেমনি সরকারের তরফ থেকেও ঘোষণা করা হবে।"