দার্জিলিং, 4 জানুয়ারি : ফের টুইট পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ এবার টুইট করে তিনি অভিযোগ করলেন রাজ্যে আইনের শাসন চলছে না ৷ সরকারকে আইনের রাস্তায় ফেরানোর দায়িত্ব রাজ্যপালের ৷ সেই কাজই তিনি করছেন ৷
টুইটারে ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, ‘‘2021 আমার কাছে খুব দুঃখজনক বছর ৷ আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভোট-পরবর্তী হিংসার ঘটনা আমি রাজ্যে দেখেছি ৷ রাজ্যপালের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ আমার কর্তব্য হল, রাজ্য সরকার আইন মোতাবেক কাজ করছে কিনা তা দেখা ৷ না চললে সরকারকে আইনের পথে আনা ৷ এই সরকার আইনের রাস্তা থেকে বহুদূরে সরে গিয়েছে ৷ ফলে তাকে সংবিধানের রাস্তায় আনতে একটু সময় লাগবে ৷’’