পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Pegasus Inquiry Commission : আগামিকাল বিকেলের মধ্যে পেগাসাস তদন্ত কমিশনের নথি চাই, মুখ্যসচিবকে নির্দেশ রাজ্যপালের - মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যেই পেগাসাস তদন্ত কমিশন (Pegasus Inquiry Commission) সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি তাঁর কাছে জমা দিতে হবে ৷ বুধবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Chief Secretary HK Dwivedi) এই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷

governor jagdeep dhankhar seeks details of pegasus inquiry commission by tomorrow 5 pm
Pegasus Inquiry Commission : আগামিকাল বিকেলের মধ্যে পেগাসাস তদন্ত কমিশনের নথি চাই, মুখ্যসচিবকে নির্দেশ রাজ্যপালের

By

Published : Dec 15, 2021, 4:55 PM IST

কলকাতা,15 ডিসেম্বর :পেগাসাস তদন্ত কমিশন (Pegasus Inquiry Commission) সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি চেয়ে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ বুধবার এনিয়ে একটি টুইট করেন তিনি ৷ তাতে জানানো হয়েছে, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Chief Secretary HK Dwivedi) বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে এই সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন :Pegasus Inquiry Commission: পেগাসাস তদন্ত কমিশনে এখনই হাজিরা দিচ্ছেন না প্রশান্ত কিশোর

এদিনের টুইটে মুখ্যসচিবের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যপাল ৷ পেগাসাস কাণ্ডে (Pegasus Spyware Case) পশ্চিমবঙ্গেও একাধিক ব্যাক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশনও গঠন করেছে রাজ্য সরকার ৷ তারই প্রেক্ষিতে মুখ্যসচিবের কাছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি আগেই চেয়ে পাঠিয়েছিলেন ধনকড় ৷ কিন্তু, মুখ্যসচিব সেই চিঠির কোনও জবাবই দেননি বলে অভিযোগ ৷ আর তাতেই ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধান ৷

এই বিষয়ে মুখ্যসচিবকে লেখা পরবর্তী চিঠিটি রাজ্যপালের অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেলে শেয়ার করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, ‘‘এই ঘটনায় চিঠির প্রাপ্তিস্বীকার পর্যন্ত করা হয়নি ৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গুরুতর বিষয় ৷ আইনের শাসনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা অনভিপ্রেত এবং সাংবিধানিক রীতিনীতির সঙ্গে এর কোনও সামঞ্জস্য় নেই ৷’’ ধনকড় জানিয়েছেন, এর আগে গত 11 ডিসেম্বরও মুখ্যসচিবকে এই বিষয়টি নিয়ে সচেতন করেছিলেন তিনি ৷ রাজ্যপালের বক্তব্য, তিনি মুখ্যসচিবকে একটা শেষ সুযোগ দিয়েছেন ৷ যাতে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যেই তিনি রাজ্যপালকে পেগাসাস তদন্ত কমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য পেশ করতে পারেন ৷

আরও পড়ুন :WB Pegasus Probe: পেগাসাস-কাণ্ডে রাহুল, অভিষেক, পিকে-কে তলব রাজ্য কমিশনের

প্রসঙ্গত, পেগাসাস কাণ্ডের তদন্তের জন্য গত জুলাই মাসে দুই সদস্যের কমিশন তৈরি করেছে রাজ্য সরকার ৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের হাতে দেওয়া হয়েছে তদন্তভার ৷ ঠিক ছিল, 13 ডিসেম্বর থেকেই তাঁদের সামনে নিজেদের বক্তব্য পেশ করবেন অভিযোগকারীরা ৷ যাঁদের দাবি, পেগাসাস সফটওয়্য়ারের মাধ্যমে তাঁদের উপর নজরদারি চালানো হয়েছে ৷ ধনকড় জানিয়েছেন, পেগাসাস তদন্ত কমিশন গঠন সম্পর্কিত তথ্য গত 10 ডিসেম্বরের মধ্যেই চেয়ে পাঠিয়েছিলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details