পশ্চিমবঙ্গ

west bengal

COVID-19-এর চিকিৎসায় কলকাতায় 4 হাসপাতাল

By

Published : Apr 4, 2020, 8:03 PM IST

কোরোনা ভাইরাসের চিকিৎসার জন্য কলকাতায় চারটি হাসপাতালকে নির্দিষ্ট করল স্বাস্থ্য দপ্তর।এই চারটি হাসপাতাল হল, টালিগঞ্জে অবস্থিত MR বাঙ্গুর হাসপাতাল, নিউ টাউনে অবস্থিত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল এবং ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল।

COVID-19
কোরোনাভাইরাস

কলকাতা, 4 এপ্রিল: নভেল কোরোনা ভাইরাস ডিজিজ (COVID-19)-এর চিকিৎসার জন্য কলকাতায় চারটি হাসপাতালকে নির্দিষ্ট করল স্বাস্থ্য দপ্তর। শুধুমাত্র COVID-19-এর চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হবে হাসপাতাল, এমনটা আগেই জানিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। শনিবার কলকাতায় এমন চারটি হাসপাতালকে নির্দিষ্ট করল স্বাস্থ্য দপ্তর। এই চারটি হাসপাতালের মধ্যে একটি বেসরকারি হাসপাতালও রয়েছে। এই চারটি হাসপাতাল হল, টালিগঞ্জে অবস্থিত MR বাঙ্গুর হাসপাতাল, নিউ টাউনে অবস্থিত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল এবং ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর শনিবার জানিয়েছে, টালিগঞ্জের MR বাঙ্গুর হাসপাতালের দুটি ভবনেই COVID-19-এর চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এখানকার পুরোনো বিল্ডিংয়ে রয়েছে মূল হাসপাতাল যা দক্ষিণ 24 পরগনার জেলা সদর হাসপাতাল। নতুন বিল্ডিং অর্থাৎ, সুপার স্পেশালিটি ব্লকে গড়ে তোলা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। যে সব রোগী সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (SARI)-এ আক্রান্ত অথচ COVID-19 টেস্ট করা হয়নি, এই সব রোগীকে যেমন এই হাসপাতালে চিকিৎসা করা হবে। তেমনই, যে সব রোগী COVID-19 পজিটিভ এবং SARI অথবা অন্য সমস্যা রয়েছে এবং COVID-19-এর মাঝারি থেকে সিভিয়ার উপসর্গ রয়েছে, এমন রোগীদেরও এই হাসপাতালে চিকিৎসা করা হবে।

হাজরায় অবস্থিত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের সেকেন্ড ক্যাম্পাস রয়েছে নিউটাউনে। নিউটাউনের ওই ক্যাম্পাসে কোয়ারান্টাইন সেন্টার গড়ে তোলা হয়েছিল প্রথমে। পরে এখানে হাসপাতাল চালু করা হয়। এই হাসপাতালকেও COVID-19-এর চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে। যে সব রোগীর ক্ষেত্রে COVID-19-এর মতো উপসর্গ রয়েছে অথচ, COVID-19 নির্ণয় হয়নি সেই সব রোগীর চিকিৎসা যেমন হবে এখানে, তেমনই যে সব রোগী COVID-19 পজিটিভ কিন্তু কম ঝুঁকি রয়েছে সেই সব রোগীরও চিকিৎসা হবে নিউ টাউনে অবস্থিত এই হাসপাতালে।

সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালের অ্যানেক্স বিল্ডিংকে COVID-19-এর চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে। যে সব রোগী COVID-19 পজেটিভ এবং সঙ্গে উল্লেখযোগ্য এমন কিছু রোগ রয়েছে, যা রোগীর ক্ষেত্রে ঝুঁকির, সেই সব রোগীর চিকিৎসা হবে বেসরকারি হাসপাতালে। এই ধরনের রোগীর চিকিৎসা ID&BG হাসপাতালেও হবে বলে শনিবার জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

ABOUT THE AUTHOR

...view details