কলকাতা, 16 জুলাই : তৃণমূলের মেগা ইভেন্ট 21 জুলাই (TMC 21 July Rally) । ওই দিনই শহিদদের শ্রদ্ধা জানাতে তৃণমূল (Trinamool Congress) কর্মীরা কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় । আর ওই দিনেই হাওড়ার উলুবেড়িয়াতে মিছিল করার পরিকল্পনা করে বিজেপি (BJP) । সেই মাফিক থানায় অনুমতি চায় তারা । তবে বিজেপির অভিযোগ, পুলিশ অনুমতি দেয়নি । পুলিশের এই সিদ্ধান্তকে এবার স্বাগত জানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim) । বললেন, ‘‘পুলিশ ওই দিন অনুমতি না দিয়ে ঠিক করেছে ।’’
এদিন এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘বিজেপি পাগল ? অরাজকতা তৈরি করার জন্য এসব করছে । ওই দিন কাতারে কাতারে আমাদের কর্মীরা আসবেন । ওরা গুটি কতক থাকবে । ধরুন ওরা একটা ঢিল মারল ৷ পালটা আমাদের লোকজন উত্তর দিলে অরাজকতা তৈরি হবে । পুলিশ ঠিক করেছে । এতবড় অনুষ্ঠানের মাঝে খুঁচিয়ে ঘা করতে দেয়নি পুলিশ ৷ তাই ধন্যবাদ ।’’