পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firhad Slams BJP: 21 জুলাই বিজেপির মিছিলে অনুমতি না দেওয়ার পুলিশি সিদ্ধান্ত সঠিক, মত ফিরহাদের - TMC Leader Firhad Hakim

21 জুলাই তৃণমূলের শহিদ দিবস ধর্মতলায় (TMC 21 July Rally) ৷ সেদিনই হাওড়ার উলুবেড়িয়ায় কর্মসূচি নিয়েছে বিজেপি ৷ কিন্তু তার অনুমতি দেয়নি পুলিশ৷ পুলিশের এই সিদ্ধান্তকে সঠিক বললেন ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim) ৷

Firhad Hakim Slams BJPs 21 July Programme as ploy to Counter TMCs Martyr Day Rally
Firhad Slams BJP: 21 জুলাই বিজেপির মিছিলে অনুমতি না দেওয়ার পুলিশি সিদ্ধান্ত সঠিক, মত ফিরহাদের

By

Published : Jul 16, 2022, 7:47 PM IST

কলকাতা, 16 জুলাই : তৃণমূলের মেগা ইভেন্ট 21 জুলাই (TMC 21 July Rally) । ওই দিনই শহিদদের শ্রদ্ধা জানাতে তৃণমূল (Trinamool Congress) কর্মীরা কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায় । আর ওই দিনেই হাওড়ার উলুবেড়িয়াতে মিছিল করার পরিকল্পনা করে বিজেপি (BJP) । সেই মাফিক থানায় অনুমতি চায় তারা । তবে বিজেপির অভিযোগ, পুলিশ অনুমতি দেয়নি । পুলিশের এই সিদ্ধান্তকে এবার স্বাগত জানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim) । বললেন, ‘‘পুলিশ ওই দিন অনুমতি না দিয়ে ঠিক করেছে ।’’

এদিন এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘বিজেপি পাগল ? অরাজকতা তৈরি করার জন্য এসব করছে । ওই দিন কাতারে কাতারে আমাদের কর্মীরা আসবেন । ওরা গুটি কতক থাকবে । ধরুন ওরা একটা ঢিল মারল ৷ পালটা আমাদের লোকজন উত্তর দিলে অরাজকতা তৈরি হবে । পুলিশ ঠিক করেছে । এতবড় অনুষ্ঠানের মাঝে খুঁচিয়ে ঘা করতে দেয়নি পুলিশ ৷ তাই ধন্যবাদ ।’’

Firhad Slams BJP: 21 জুলাই বিজেপির মিছিলে অনুমতি না দেওয়ার পুলিশি সিদ্ধান্ত সঠিক, মত ফিরহাদের

পিএসি চেয়ারম্যান বিধায়ক কৃষ্ণ কল্যাণী গাড়ি দুর্ঘটনা নিয়ে চক্রান্তের অভিযোগ তোলেন । তার পাশে দাঁড়িয়ে এদিন ফিরহাদ বলেন, ‘‘ও বিজেপিতে থেকে সত্যি কথা বলছে । বিরোধী দলনেতার গাত্রদাহ হচ্ছে । তাই ওকে খুনের চেষ্টা করছে । এসব এ রাজ্যে চলবে না । পুলিশ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেবে ।’’

এর পাশাপাশি সৌজন্যতা নিয়ে বিজেপিকে একহাত নেন কলকাতার মেয়র । বর্বর, অসভ্য বলে বিজেপিকে আক্রমণ শানান । তাঁর আরও দাবি, ‘‘যারা খুন করে, হিংসা ছড়ায়, মানুষের মধ্যে বিভেদ করে, তাদের থেকে কোনও সৌজন্যতা আশা করা যায় না ।’’

আরও পড়ুন :Suvendu Adhikari: 21 জুলাইয়ের পালটা কর্মসূচিতে 'বাধা', হাইকোর্টে মামলা শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details