পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firhad Hakim অনৈতিক কাজের সঙ্গে যুক্ত প্রমাণ হলে নিজেকে মৃত্যুদন্ড দেব, বলছেন ফিরহাদ - Independence Day

চেতলায় স্বাধীনতা দিবসের (Independence Day) ভাষণে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত প্রমাণ হলে নিজেকে মৃত্যুদন্ড দেবেন, বললেন তিনি ৷

Firhad Hakim message on Independence Day
Firhad Hakim

By

Published : Aug 15, 2022, 9:33 PM IST

Updated : Aug 15, 2022, 10:33 PM IST

কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ও তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তিনি বলেন, "যদি কোনও অনৈতিক কাজে আমি যুক্ত কেউ প্রমাণ করতে পারেন ৷ ইডি, সিবিআই-র আগে আমি নিজেকে মৃত্যুদণ্ড দেব।"

একদিকে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হয়েছেন । তার পরই গরুপাচার কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হন। এর মাঝেই আদালত নির্দেশ দেন তৃণমূলের 19 নেতা-মন্ত্রীর অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি মামলায় তদন্তে ইডিকে পার্টি করতে । তা নিয়েই রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয় ।

বিরোধীদের সুর যত চড়েছে শাসক সুর তত নমনীয় হয়েছে । তিন মন্ত্রী আদালতে আবেদন করেন ইডি তদন্ত থেকে বিরত থাকতে । তৃণমূলের তরফে পালটা দাবি করা হয়, এই তালিকায় সিপিএম, কংগ্রেস নেতারা আছেন ৷ তাদের নাম আনা হচ্ছে না । অর্ধ সত্য বলে তৃণমূলের নাম খারাপ করার চেষ্টা হচ্ছে । ইতিমধ্যেই এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "বিরোধী বন্ধুরা অসভ্যতামি করছে । সামাজিক সম্মান নষ্টের চেষ্টা করছে ।"

চেতলায় স্বাধীনতা দিবসের ভাষণে বিস্ফোরক ফিরহাদ

এদিন আর নরম নয়, ফিরহাদের সুর ছিল যথেষ্ট চড়া । তিনি স্পষ্ট বলেন, "ভুয়ো মামলা করছে সিপিএম, লুফে নিচ্ছে বিজেপি । আমাদের সকলকে হেনস্থা করছে । আমি বলতে পারি জীবনে কোনওদিন অনৈতিক কাজ করিনি ৷ জীবনে কোনওদিন অনৈতিক কাজ করব না । যদি জীবনে প্রমাণ হয় আমি কোনওভাবে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তাহলে ইডি ও সিবিআই নয়, আমি নিজেকে মৃত্যুদণ্ড দেব । কিন্তু সবাইকে চক্রান্তে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে । সবাইকে ব্যক্তিগত কুৎসা, অপমান করা সামাজিকভাবে অপমান করা হচ্ছে । এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে ।"

আরও পড়ুন:স্বাধীনতা দিবসে গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ফিরহাদের

এ প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ফিরহাদ হাকিমকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন । বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "কিছু না করলে বুক টান করে রাজনীতি করুন । কিছু করলে কেউ বাঁচাতে পারবে না।"

Last Updated : Aug 15, 2022, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details