পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dengue Situation in Kolkata: শহরবাসীর অসতর্কতাতেই বাড়ছে ডেঙ্গু ! দাবি মেয়রের - কলকাতা পৌরনিগম

কলকাতায় ক্রমশ খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি (Dengue Situation in Kolkata) ৷ এর জন্য আমজনতাকেই দায়ী করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ আর কী বললেন তিনি ?

Firhad Hakim claims Dengue Situation in Kolkata becoming worse due to carelessness of residents
Dengue Situation in Kolkata: শহরবাসীর অসতর্কতাতেই বাড়ছে ডেঙ্গু ! দাবি মেয়রের

By

Published : Sep 10, 2022, 9:18 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: শহর কলকাতায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে ৷ ইতিমধ্য়েই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে ৷ তাঁরা একই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ৷ শনিবার এই বিষয়টি নিয়ে মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর বক্তব্য, শহরবাসী এখনও অচেতন ৷ আর সেই কারণেই বাড়ছে রোগের প্রকোপ ! এর পাশাপাশি, কলকাতায় অবস্থিত বিভিন্ন কেন্দ্রীয় আবাসনগুলিতেও নোংরা, আবর্জনা জমে থাকছে বলে এদিন অভিযোগ করেন ফিরহাদ ৷ অর্থাৎ এককথায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে কার্যত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেন মেয়র ! বদলে তা চাপিয়ে দেন শহরের আমজনতা এবং কেন্দ্রীয় আবাসনগুলির উপর !

এদিন প্রথমে 'টক টু মেয়র' অনুষ্ঠানে অংশ নেন ফিরহাদ হাকিম ৷ তারপরই শহরের ডেঙ্গু পরিস্থিতি (Dengue Situation in Kolkata) নিয়ে মুখ খোলেন তিনি ৷ মেয়র স্পষ্ট জানান, তাঁরা অপারগ ৷ ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে অভিযান চালাচ্ছেন পৌরকর্মীরা ৷ প্রত্যেকটি বরোর মানুষকে বোঝানো হচ্ছে, তাঁদের সচেতন করা হচ্ছে ৷ অথচ, আমজনতা তাতে আমল দিতে নারাজ ৷ মেয়রের বার্তা, এভাবে চলতে থাকলে পৌরনিগমের পক্ষেও সমস্য়ার সমাধান করা সম্ভব নয় ৷ কারণ, পৌরনিগমের লক্ষ লক্ষ কর্মী নেই ৷

আরও পড়ুন:হাওড়া ও বালির ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠকে ফিরহাদ, টানলেন বিদেশের প্রসঙ্গ

এদিন সাংবাদিকদের সঙ্গে মেয়র তাঁর নিজের অভিজ্ঞতা ভাগ করেন নেন ৷ জানান, তিনি নিজে কেন্দ্রীয় আবাসনে গিয়ে নোংরা পড়ে থাকতে দেখেছেন ৷ তাঁর অভিযোগ, পৌরকর্মীরা প্রত্যেক দিন সকালে আবর্জনা পরিষ্কার করে এলেও দুপুরের মধ্যে আবারও গোটা এলাকা নোংরা হয়ে যাচ্ছে ৷ বহু বাড়িতে উঠোনে, ছাদে, টবে জল জমে থাকছে ৷ এমনকী, বন্ধ হয়ে পড়ে থাকা আবাসনের ফ্ল্য়াটের কমোড থেকে মশার লার্ভা উদ্ধার হয়েছে ৷ মশার লার্ভা পাওয়া গিয়েছে ফ্রিজের ভিতর জমে থাকা জলেও ! যে 106 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর দু'জনের মৃত্যু হয়েছে, সেখানকার মানুষও সচেতন নন বলে অভিযোগ করেছেন মেয়র ৷

শনিবার মেয়রকে বলতে শোনা যায়, "শহরবাসীর একাংশের অসহযোগিতাতেই ডেঙ্গু বাড়ছে ৷ আমরা কত দূর লড়াই করব ! অনেক জায়গা, যেমন কেন্দ্রীয় সরকারি আবাসনগুলি নোংরা করে রাখা হচ্ছে ৷ মানুষকে সচেতন করার পরও অনেকেরই হুঁশ ফিরছেন না ৷ একটা অসহায় অবস্থায় পড়ে আছি ৷ প্রত্যেক দিন কলকাতা পৌরনিগম কাজ করছে ৷"

ABOUT THE AUTHOR

...view details