কলকাতা, 10 সেপ্টেম্বর: শহর কলকাতায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে ৷ ইতিমধ্য়েই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে ৷ তাঁরা একই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ৷ শনিবার এই বিষয়টি নিয়ে মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর বক্তব্য, শহরবাসী এখনও অচেতন ৷ আর সেই কারণেই বাড়ছে রোগের প্রকোপ ! এর পাশাপাশি, কলকাতায় অবস্থিত বিভিন্ন কেন্দ্রীয় আবাসনগুলিতেও নোংরা, আবর্জনা জমে থাকছে বলে এদিন অভিযোগ করেন ফিরহাদ ৷ অর্থাৎ এককথায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে কার্যত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেন মেয়র ! বদলে তা চাপিয়ে দেন শহরের আমজনতা এবং কেন্দ্রীয় আবাসনগুলির উপর !
এদিন প্রথমে 'টক টু মেয়র' অনুষ্ঠানে অংশ নেন ফিরহাদ হাকিম ৷ তারপরই শহরের ডেঙ্গু পরিস্থিতি (Dengue Situation in Kolkata) নিয়ে মুখ খোলেন তিনি ৷ মেয়র স্পষ্ট জানান, তাঁরা অপারগ ৷ ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে অভিযান চালাচ্ছেন পৌরকর্মীরা ৷ প্রত্যেকটি বরোর মানুষকে বোঝানো হচ্ছে, তাঁদের সচেতন করা হচ্ছে ৷ অথচ, আমজনতা তাতে আমল দিতে নারাজ ৷ মেয়রের বার্তা, এভাবে চলতে থাকলে পৌরনিগমের পক্ষেও সমস্য়ার সমাধান করা সম্ভব নয় ৷ কারণ, পৌরনিগমের লক্ষ লক্ষ কর্মী নেই ৷