কলকাতা, 7 অক্টোবর : যাত্রীদের সুবিধার্থে পুজোর তিনদিন (সপ্তমী থেকে নবমী) ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় বাড়ানো হচ্ছে রেকের সংখ্যা ৷ বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন :Kolkata Metro : সপ্তমী থেকে নবমী মধ্যরাত পর্যন্ত চালু থাকবে কলকাতার মেট্রো
মেট্রোর তরফে জানানো হয়েছে, 12 থেকে 14 অক্টোবর প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে (30 টি আপ ও 30 টি ডাউন) মোট 60টি ট্রেন চলবে ৷ সাধারণত, এই রুটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মোট 48টি ট্রেন চলে ৷ পুজোর তিনদিন সেই সংখ্যাটাই বাড়িয়ে 60 করা হচ্ছে ৷ পুজোর দিনগুলিতে এই রুটে মেট্রো চলাচল শুরু হবে বেলা 12টা থেকে ৷ চলবে রাত 10টা পর্যন্ত ৷
বৃহস্পতিবার কলকাতা মেট্রো রেলের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগানের উদ্দেশে দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা 12টায় ৷ অন্যদিকে, ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকেও ওই একই সময় দিনের প্রথম মেট্রো যাত্রা শুরু করবে ৷ এছাড়া, পুজোর দিনগুলিতে শেষ মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগানের উদ্দেশে রওনা দেবে রাত 9 টা 40 মিনিটে ৷ উল্টো দিকেও ঠিক একই সময়ে ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে যাত্রা শুরু করবে দিনের শেষ ইস্ট-ওয়েস্ট মেট্রো ৷
আরও পড়ুন :Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত
সাধারণত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকে 30 মিনিট ৷ তবে পুজোর দিনগুলিতে সেই ব্যবধান কমিয়ে 20 মিনিট করা হয়েছে ৷ তবে এই নিয়ম কেবলমাত্র সপ্তমী থেকে নবমী পর্যন্তই বলবৎ থাকবে ৷ দশমী থেকে পরিষেবা আবার বছরের অন্যান্য দিনের মতোই হয়ে যাবে ৷ অর্থাৎ দশমীতে চলবে মোট 48টি রেক ৷ ওই দিন পরিষেবা শুরু হবে বেলা 12টায় ৷ আর দু’দিক থেকেই দিনের শেষ মেট্রো ছাড়বে সন্ধে 7 টা 40 মিনিটে ৷ ওই দিনও দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে 20 মিনিট ৷ পাশাপাশি, এই রুটেও থাকছে না টোকেনের ব্যবস্থা ৷ কেবললমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই যাতায়াত করা যাবে ৷