পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : প্রতিবছর মুখ্যমন্ত্রীর দফতরে 500 শিক্ষানবিশ নিয়োগ, দেওয়া হবে শংসাপত্র - cmo

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৷ সিএমও দফতরের বিভিন্ন কাজ খতিয়ে দেখবেন এইসব পড়ুয়ারা ৷ এই বিষয়ে আর কী কী বললেন তিনি ?

মমতা
মমতা

By

Published : Aug 29, 2021, 9:51 AM IST

কলকাতা, 29 অগস্ট : এবার থেকে প্রতিবছর মুখ্যমন্ত্রীর দফতরে কাজ করার জন্য 500 জন করে ইন্টার্ন নেওয়া হবে ৷ ইন্টার্নশিপের পর দেওয়া হবে শংসাপত্র ৷ যা পরবর্তীতে চাকরিজীবনে কাজে লাগবে ৷ শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের জন্য এই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকাল তৃণমূল নেত্রী বলেন, "সিএমও (CMO)-তে প্রতিবছর 500 ইন্টার্ন নেব । যাঁরা উন্নয়নের কাজ দেখবে । এই 500 পড়ুয়াকে সিএমও-র উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখার জন্য বিভিন্ন ফিল্ডে পাঠাব ৷ কাজ শেষে তাঁদের একটা শংসাপত্র দেব যা তাঁদের চাকরিজীবনে কাজে লাগবে ।"

নিজের অভিজ্ঞতার কথা বলে তৃণমূল নেত্রী পরামর্শ দেন, "ছাত্রছাত্রীরা মনে রাখবেন টাকা পয়সা নয়, আপনাদের সম্পদ আপনারা নিজেরা । মনে রাখবেন ভাল জামাকাপড় নয়, আপনাদের সম্পদ উন্নততর মানসিকতা । নিজেকে দেখতে কেমন বাইরের আয়না দিয়ে দেখবেন না । অন্দরের আয়না দিয়ে দেখুন । আমি যখন কলেজে পড়তাম প্রথম বর্ষে জামা পরে যেতাম । দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মাত্র তিনটে শাড়ি ছিল । কিন্তু কোনওদিন মনে হয়নি একই শাড়ি পরে স্কুল পড়ুয়াদের মতো কলেজে যাচ্ছি । জামাকাপড় নো ম্যাটার, অলঙ্কার নো ম্যাটার । মানি ইজ নো ম্যাটার । মনে রাখবেন মানুষই ম্যাটার ।"

আরও পড়ুন :Mamata Banerjee : মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, অভিযুক্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

কর্মসংস্থান নিয়েও এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বার্তা দিয়ে নেত্রী বলেন, " প্রায় সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রীকে আমি ট্যাব দিয়েছি । সকলকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছি । আমি ছাত্রছাত্রীদের তৈরি করার চেষ্টা করছি । আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিল না । কিন্তু এখন কাউকে অর্থাভাবে আটকে থাকতে হবে না ।"

এছাড়াও যারা চাকরি প্রার্থী রয়েছেন তাঁদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, "চাকরি নিয়ে চিন্তা করবেন না ৷ তবে শুধু সরকারি চাকরির কথা ভাববেন না । যা পাবেন তাই করবেন ৷"
এদিন ফের পুজোর পর স্কুল খোলার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, এই সময় ছাত্রছাত্রীদের পড়াশোনা চালানোটা খুব জরুরি ।

আরও পড়ুন :Health Infrastructure in Bengal : যোগ্যতা অনুসারে পদোন্নতি পাবেন নার্সরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details