কলকাতা, 27 ডিসেম্বর :কলকাতা পৌরভোটের ভাগ্য নির্ধারণ হতে না-হতেই নজরে রাজ্যের বাকি পৌরসভাগুলো। রাজ্যের বকেয়া পৌরসভাগুলির নির্বাচন নিয়ে ব্লু-প্রিন্ট সাজাতে সোমবার একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে সোমবার দুপুরে একটি বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (State Election Commission call all party meeting regarding municipal election)।
প্রাথমিকভাবে আগামী 22 জানুয়ারি রাজ্যের বাকি পৌরসভাগুলিতে নির্বাচনের দিনক্ষণ ধার্য করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ চূড়ান্ত দিনক্ষণের বিষয়ে সোমের বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। যদিও এদিন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলেই খবর ৷ আগামী মঙ্গলবার অথবা বুধবার তা প্রকাশ পেতে পারে বলে খবর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই।