কলকাতা, 14 মে:আজ খুশির ঈদ । এক মাস রোজা পালনের পর এই দিনটার জন্যই যাবতীয় আয়োজন মুসলিম সম্প্রদায়ের মানুষদের । তবে আগের বারের মতো এ বছরও করোনা আবহে তা একেবাকেই আড়ম্বরহীন । ঈদ পালিত হলেও তাতে নেই সেই জৌলুশ । চারিদিকেই যেন বিষাদের সানাই । অন্যান্য বছর ঈদের সময়ে কলকাতার বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না । তবে এ বছর মানুষজন হাতেগোনা ৷ তাই বিক্রিবাটা একেবারেই মন্দা বিক্রেতাদের ৷
রঙ বেরঙের টুপি, কাচের চুরি, লাচ্চা শেমাই, বাহারি মিষ্টি - সবই রয়েছে ৷ শুধু ক্রেতার দেখা নেই ৷ করোনা আবহে রয়েছে নানা কড়াকড়ি ৷ তাই ঈদ পালনও চলছে কোনওরকম আড়ম্বর ছাড়াই ৷ যে গুলি না-কিনলেই নয়, সেগুলি কিনতে শেষ মুহূর্তে কিছু মানুষ বাজারে গিয়েছেন ৷ তবে ঈদের কেনাকাটায় রাস্তায় উপচে পড়া ভিড়ের ছবির সঙ্গে এই ছবির কোনও মিল নেই ৷
গত বছরও ঈদের সময়ে ছিল করোনার ভ্রুকুটি ৷ বছর ঘুরে তা আরও ভয়ংকর রূপ নিয়ে দ্বিতীয় ঢেউ বয়ে এনেছে ৷ পরপর দু বছর তাই বিক্রিবাটায় ভাঁটার টান ৷ মল্লিকবাজারের এক দোকানি বললেন, "এই বছর ঈদের বাজার রকেবারেই মন্দা । বাজারের খুবই খারাপ অবস্থা । বিক্রি প্রায় হচ্ছে না বললেই চলে । আগেরবারেও এ রকম অবস্থা ছিল ৷ আর এই বছরে তো দোকান খুলেও কোনও লাভ হল না । এর ফলে ব্যাপক আর্থিক সমস্যার মধ্যে পড়েছে সবাই ।"