কলকাতা, 2 সেপ্টেম্বর : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) শুক্রবার দু’দফায় মোট সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দিল্লি থেকে আসা ইডির (ED) তদন্তকারী আধিকারিকরা । কিন্তু সূত্রের খবর, দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্বে কয়লাপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজির বয়ানের (Anup Maji statement) সঙ্গে অভিষেকের বক্তব্যের কোনও মিল খুঁজে পেলেন না ইডির তদন্তকারী আধিকারিকরা ।
জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বয়ান লিখিত আকারে রেকর্ড করেন ইডির বিশেষ দু’জন আধিকারিক । এমনটাই জানা গিয়েছে তদন্তকারী সংস্থার সূত্র থেকে ৷
এদিন সকাল 10টা 26 মিনিটে বাড়ি থেকে সল্টলেক সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক । সাড়ে 10টার কিছুটা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইডি সূত্রে খবর, প্রথমেই তিনি সিজিও কমপ্লেক্সের সাত তলায় জয়েন্ট ডিরেক্টরের ঘরের পাশেই একটি কনফারেন্স রুমে চলে যান । সেখানেই অপেক্ষা করছিলেন ইডির দিল্লি থেকে আসা বিশেষ আধিকারিকরা ।
সূত্রের খবর, প্রথম পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে, সেই বিষয়ে কথাবার্তা বলেন ইডি আধিকারিকরা। পরে অনুপ মাজি ওরফে লালার থেকে পাওয়া তথ্য এবং তাঁর বয়ান সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে থাকেন তদন্তকারী আধিকারিকরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে নেমে পুরুলিয়ার বাসিন্দা অনুপ মাজির অফিসে অভিযান চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং তাঁর সঙ্গে একাধিকবার কথা বলে তাঁর বয়ান পর্যন্ত রেকর্ড করেছিলেন তদন্তকারী আধিকারিকরা । কিন্তু লালার দেওয়া সেই বয়ানের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে অর্থাৎ ক্রস কোশ্চেনিং করা হলে, তিনি তার কোনও সদুত্তর দিতে পারেননি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সূত্রের খবর, অনুপ মাজির বয়ানের সঙ্গে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ানের কোনও মিল তদন্তকারী আধিকারিকরা খুঁজে পাননি ।
এদিন দুপুর 3টে নাগাদ জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া থামিয়ে মধ্যাহ্নভোজনের বিরতি দেওয়া হয় ৷ পরে ফের বিকেল পৌনে 4টে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেন ইডি আধিকারিকরা । ইডি সূত্রের খবর, গোটা তদন্ত প্রক্রিয়া এবং আজকের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বয়ান রেকর্ড করে যে সকল তথ্য পেয়েছেন, তা লিখিত আকারে দিল্লির ইডি সদর দফতরে জমা দেওয়া হবে । প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে পারেন আধিকারিকরা ।
আরও পড়ুন :বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের