পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dengue: ডেঙ্গি দমনের দাবিতে পৌরনিগম অভিযান চিকিৎসক সংগঠনের - কলকাতা পৌরনিগম অভিযান

রাজ্য়ের ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation in West Bengal) নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে ৷ পরস্থিতি খারাপ হচ্ছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) এলাকাতেও ৷ প্রতিবাদে শুক্রবার কলকাতা পৌরনিগম (KMC) অভিযান করে চিকিৎসকদের একটি সংগঠন (Doctors Union Agitation) ৷

Doctors Union Agitation at KMC demanding to curb Dengue
Dengue: ডেঙ্গি দমনের দাবিতে পৌরনিগম অভিযান চিকিৎসক সংগঠনের

By

Published : Sep 16, 2022, 8:08 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: রাজ্য়ের ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation in West Bengal) নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল ৷ তাঁদের একাংশ ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ভূমিকা নিয়েও তেমন সন্তুষ্ট নন ৷ এদিকে, রাজ্যজুড়ে ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ ৷ ইতিমধ্যে কলকাতায় একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷ এই প্রেক্ষাপটে শুক্রবার ডেঙ্গি দমনের দাবিতে কলকাতা পৌরনিগম (KMC) অভিযান করল চিকিৎসকদের একটি সংগঠন (Doctors Union Agitation) ৷

'মেডিক্যাল সার্ভিস সেন্টার' নামে ওই সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েক দফা দাবি সামনে রাখা হয়েছে ৷ যেমন, ডেঙ্গি প্রতিরোধে অবিলম্বে পৌরনিগমের তরফে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে ৷ জল জমার ঘটনা ঠেকাতে পৌরনিগমের পাশাপাশি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগকেও আরও সচেষ্ট হওয়ার দাবি তোলা হয়েছে ৷ ডেঙ্গি নির্ণয়ে গতি আনতে রোগীদের নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন চিকিৎসক সংগঠনের সদস্যরা ৷ মূলত, বিনামূল্যে রক্তপরীক্ষার উপরেই জোর দিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:ডেঙ্গি নিয়ে এবার মেয়র পারিষদকে নোটিশ ধরাল পৌরনিগম

সংগঠনের সদস্যদের অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় যতটা উদ্যোগী হওয়া উচিত, কলকাতা পৌরনিগম ততটা তৎপর নয় মোটেও ৷ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারির অভাব-সহ নানা অভিযোগ তোলা হয়েছে ৷ পর্যাপ্ত সংখ্য়ায় স্বাস্থ্যশিবিরও করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংগঠনের সদস্যরা ৷ এদিন সরাসরি মেয়র বা ডেপুটি মেয়রের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁরা ৷ তাঁদের সঙ্গে কথা বলে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন ৷ কিন্তু, মেয়র বা ডেপুটি মেয়র, কারও দেখা পাননি তাঁরা ৷ ফলে পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীকে সেই স্মারকলিপি জমা দেওয়া হয় ৷

মেডিক্যাল সার্ভিস সেন্টারের কলকাতার জেলা সম্পাদক নীলরতন নাইয়া এই প্রসঙ্গে বলেন, "আমরা মেয়রের দেখা পাইনি ৷ তাই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি ৷ আমাদের সমস্ত দাবি তিনি শুনেছেন এবং তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ তবে, যতদিন না কলকাতা পৌরনিগম ডেঙ্গি দমনে যথাযথ ব্যবস্থা নিচ্ছে, ততদিন আমাদের চিকিৎসক সংগঠন মানুষের স্বার্থে রাস্তায় থাকবে ৷"

ABOUT THE AUTHOR

...view details