কলকাতা, 13 অগস্ট: কখনও পিঠ টনটন, তো কখনও কোমর কনকন ! আবার কখনও দাঁতের ব্যথায় মাথা বনবন হওয়ার জোগাড় ! হাজতবাসে হাজারো সমস্য়ায় জর্জরিত পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ যন্ত্রণায় কাবু, রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে দেখতে শনিবারই প্রেসিডেন্সি সংশোধনাগারে এসেছিলেন এসএসকেম হাসপাতালের চিকিৎসকরা ৷ তাঁদের নিদান, ব্যথায় বেহাল দশা ঘোচাতে হলে চুপচাপ শুয়ে, বসে থাকলে চলবে না ৷ শরীরটাকে একটু খাটাতে হবে ৷ তবে, প্রবীণ পার্থর পক্ষে ভারী কোনও কসরত করাও কার্যত অসম্ভব ৷ তাই জেলের কুঠুরির ভিতরেই তাঁকে কিছু 'ফ্রি হ্যান্ড এক্সারসাইজ' করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ সঙ্গে করতে হবে কিছু সহজ ব্য়ায়াম ৷ তাতেও যন্ত্রণা জব্দ না-হলে দিতে হবে 'ফিজিয়ো থেরাপি' ৷
তাঁর যে একাধিক 'ক্রনিক' অসুখ রয়েছে, সেকথা আগেই জানিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্য়ায় ৷ তাই জেলবন্দি থাকা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শ মেনেই রোজের খাবার দেওয়া হচ্ছে পার্থকে ৷ সারাদিনে বেশ কতগুলি ওষুধও খেতে হচ্ছে তাঁকে ৷ তারই মাঝে প্রতিদিন একটু-আধটু পায়চারি করেন তিনি ৷ কিন্তু, এতেও তাঁর পা ফোলার সমস্য়া কমছে না ৷ বরং দিন দিন কষ্ট বাড়ছে ৷ দোসর, পিঠ আর কোমরের যন্ত্রণা ৷ একইসঙ্গে শুরু হয়েছে, দাঁতের ব্যথা ৷ সব মিলিয়ে নানাবিধ ব্যধিতে কাতর পার্থ চট্টোপাধ্য়ায় ৷