পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee যন্ত্রণা থেকে পরিত্রাণ চাই, পার্থকে জেলেই ব্যায়ামের নিদান চিকিৎসকদের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) অসুস্থতা বাড়ছে ৷ শরীরের নানা অংশে শুরু হয়েছে ব্যথা ৷ তাই পার্থকে জেলের অন্দরেই শরীরচর্চা করার পরামর্শ দিয়েছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা ৷

Doctors Prescribes Partha Chatterjee to do Workout at Jail
Partha Chatterjee যন্ত্রণা থেকে পরিত্রাণ চাই, পার্থকে জেলেই ব্যায়ামের নিদান চিকিৎসকদের

By

Published : Aug 13, 2022, 6:17 PM IST

কলকাতা, 13 অগস্ট: কখনও পিঠ টনটন, তো কখনও কোমর কনকন ! আবার কখনও দাঁতের ব্যথায় মাথা বনবন হওয়ার জোগাড় ! হাজতবাসে হাজারো সমস্য়ায় জর্জরিত পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ যন্ত্রণায় কাবু, রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে দেখতে শনিবারই প্রেসিডেন্সি সংশোধনাগারে এসেছিলেন এসএসকেম হাসপাতালের চিকিৎসকরা ৷ তাঁদের নিদান, ব্যথায় বেহাল দশা ঘোচাতে হলে চুপচাপ শুয়ে, বসে থাকলে চলবে না ৷ শরীরটাকে একটু খাটাতে হবে ৷ তবে, প্রবীণ পার্থর পক্ষে ভারী কোনও কসরত করাও কার্যত অসম্ভব ৷ তাই জেলের কুঠুরির ভিতরেই তাঁকে কিছু 'ফ্রি হ্যান্ড এক্সারসাইজ' করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ সঙ্গে করতে হবে কিছু সহজ ব্য়ায়াম ৷ তাতেও যন্ত্রণা জব্দ না-হলে দিতে হবে 'ফিজিয়ো থেরাপি' ৷

তাঁর যে একাধিক 'ক্রনিক' অসুখ রয়েছে, সেকথা আগেই জানিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্য়ায় ৷ তাই জেলবন্দি থাকা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শ মেনেই রোজের খাবার দেওয়া হচ্ছে পার্থকে ৷ সারাদিনে বেশ কতগুলি ওষুধও খেতে হচ্ছে তাঁকে ৷ তারই মাঝে প্রতিদিন একটু-আধটু পায়চারি করেন তিনি ৷ কিন্তু, এতেও তাঁর পা ফোলার সমস্য়া কমছে না ৷ বরং দিন দিন কষ্ট বাড়ছে ৷ দোসর, পিঠ আর কোমরের যন্ত্রণা ৷ একইসঙ্গে শুরু হয়েছে, দাঁতের ব্যথা ৷ সব মিলিয়ে নানাবিধ ব্যধিতে কাতর পার্থ চট্টোপাধ্য়ায় ৷

আরও পড়ুন:Anubrata Mondal লকআপে নেই বিনোদনের ব্যবস্থা, জেরা চলাকালীনই টিভির জন্য বায়না ধরলেন কেষ্ট

সূত্রের দাবি, পার্থর শারীরিক সমস্য়াগুলি ক্রমশ বাড়াতেই চিকিৎসকদের ডেকে পাঠানো হয় ৷ এদিন সংশোধনাগারের অন্দরেই তাঁরা তাঁকে ভালো করে পরীক্ষা করেন ৷ চিকিৎসকদের মনে হয়েছে, শুধুমাত্র ব্যথা কমানোর ওষুধ খেয়ে কোনও লাভ হবে না ৷ আর তাই পার্থকে হালকা কসরত করার পরামর্শ দিয়েছেন এসএসকেএম-এর চিকিৎসকরা ৷

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রফতার হওয়ার পর আপাতত ইডি হেফাজতে রয়েছেন পার্থ ৷ একই মামলায় কারাগারে ঠাঁই হয়েছে তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়েরও (Arpita Mukherjee) ৷ ইতিমধ্যে তাঁদের দু'জনের নামেই প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে ৷ যদিও দু'জনই দাবি করেছেন সেসব নাকি তাঁদের নয় ! এমনকী, অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়নার মালিক যে কে, তা নিয়েও খোলসা করে কিছু বলেননি প্রাক্তন মন্ত্রী ও তাঁর 'ঘনিষ্ঠ' সহযোগী !

ABOUT THE AUTHOR

...view details