কলকাতা, 25 ফেব্রুয়ারি : দিল্লিতে সংঘর্ষের ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "আমরা গভীরভাবে উদ্বিগ্ন ৷" শান্তি বজায় রাখারও আবেদন জানান তিনি ৷
দিল্লির ঘটনায় উদ্বিগ্ন মমতা, শান্ত থাকার আবেদন - দিল্লির ঘটনায় উদ্বিগ্ন মমতা
দিল্লিতে সংঘর্ষের ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মঙ্গলবার ভুবনেশ্বর যাওয়ার পথে বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন এসব চলছে জানি না ৷ সবাইকেই শান্তি রাখা দরকার ৷ এখানে হিংসার কোনও স্থান নেই ৷" বিরোধীদের অনেকেই দিল্লির সংঘর্ষের জন্য BJP-কে দায়ি করেছেন । কিন্তু, আজ সেই পথে হাঁটেননি মমতা বন্দ্যোপাধ্যায় । সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগেই জানিয়ে দেন, "রাজনীতি কোরো না । এটা স্পর্শকাতর বিষয় ।"
CAA বিরোধীদের সঙ্গে CAA-র সমর্থকদের সংঘর্ষে দু'দিন ধরে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকা ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 13 জনের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ছিলেন উপরাজ্যপাল ৷ ছিলেন BJP ও কংগ্রেসের প্রতিনিধিরাও ৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলেছেন সকলেই ৷ এবার এই সংঘর্ষের ঘটনায় উদ্বেগপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷