কলকাতা, 28 জুলাই : অগাস্টে কোন কোন দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ? তা স্পষ্ট হতে হতে বিকেল থেকে রাত গড়িয়ে গেল । গতকাল বিকেলে সাংবাদিক বৈঠকে অগাস্ট মাস জুড়ে লকডাউনের দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । কিছুক্ষণ পর নিজেই তা সংশোধন করে নতুন তালিকা ঘোষণা করেন । সেই তালিকাও বদলে গেল রাতে ।
আগের ঘোষণা মতো 31 জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউনের মেয়াদ ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 31 অগাস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে । কবে কবে সম্পূর্ণ লকডাউন থাকবে ? তা ঘোষণা করতে গিয়েই বিভ্রান্তি তৈরি হয় । আধিকারিকদের দেওয়া তালিকা দেখে মুখ্যমন্ত্রী প্রথমে বলেন, 31 অগাস্ট পর্যন্ত প্রতি সপ্তাহে দু'দিন করে লকডাউন থাকবে । বখরি ইদ, রাখি ও স্বাধীনতা দিবস রয়েছে তাই সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে । 2 ও 5 অগাস্ট, 8 ও 9 অগাস্ট, 16 ও 17 অগাস্ট, 22 ও 23 অগাস্ট এবং 30 ও 31 অগাস্ট সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানান তিনি । সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন, 22 ও 30 তারিখ লকডাউন থাকবে না । গণেশ চতুর্থীর মতো কিছু উৎসব ক্যালেন্ডারে মার্ক করা ছিল না । তাই প্রথম তালিকা করতে ভুল হয়ে গেছিল । এরপর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন তিনি । বলেন, 2, 5, 8, 9, 16, 17, 23, 24 ও 31 অগাস্ট অর্থাৎ 9 দিন সম্পূর্ণ লকডাউন থাকবে ।