কলকাতা, 2 জুলাই : বিধিনিষেধে মোটের ওপর নিয়ন্ত্রণেই সংক্রমণ ৷ গতকালের তুলনায় রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমল ৷ গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 1 হাজার 501 ৷ আজ তা কমে হয়েছে 1 হাজার 422 ৷ কমেছে মৃতের সংখ্যাও ৷ একদিনে মৃত্যু হয়েছে 23 জনের ৷ গতকাল যা ছিল 27 ৷
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 19 হাজার 729 ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 758 জনের ৷ অন্যদিকে সুস্থ হয়ে উঠেছে 14 লাখ 65 হাজার 219 জন ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.51 শতাংশ ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 43 লাখ 25 হাজার 99টি নমুনা পরীক্ষা হয়েছে ৷