পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cyber crime fraud: হাতিয়ার কল ফরোয়ার্ড, শহরে নয়া সাইবার প্ৰতরণার জাল - কলকাতায় সাইবার প্ৰতরণা

কল ফরওয়ার্ড করে শহরে ছড়িয়েছে নয়া প্রতারণার জাল (Cyber crime fraud)৷ এমনই দুটি অভিযোগ জমা পড়েছে দুটি থানায় ৷ ঘটনার তদন্তে নেমেছেন সাইবার ক্রাইম আধিকারিকরা (Cyber crime in Kolkata)৷

cyber-crime-fraud-by-call-forwarding-fir-filed-in-two-police-stations-in-kolkata
রাজবৈদ্যের সঙ্গে পরামর্শ করে

By

Published : Jun 30, 2022, 11:18 AM IST

কলকাতা, 30 জুন: কলকাতায় নতুন ধরনের প্রতারণা চক্রের খোঁজ মিলল (Cyber crime fraud)। কল ফরওয়ার্ড করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা তোলা এবং ব্ল্যাকমেলিং-এর অভিযোগ উঠল । ইতিমধ্যেই শহরের দুটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । লালবাজারে তরফে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানাকে । যদিও গোটা প্রতারণা চক্রের নেপথ্যে কোনও আন্তর্জাতিক প্রতারণা চক্র যুক্ত রয়েছে কি না, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেননি গোয়েন্দারা (Cyber crime in Kolkata)।

লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই শহরের দুটি থানায় অভিযোগ দায়ের হয়েছে । দুটি ক্ষেত্রেই অভিযোগ, অভিযোগকারীদের নাম করে আত্মীয়-স্বজনের কাছ থেকে এবং বন্ধু-বান্ধবের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সাইবার দস্যুরা (FIR filed in two police stations in Kolkata)।

এই কল ফরওয়ার্ডিং সাইবার ক্রাইম আদতে কী ?

এ বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের সাইবার বিভাগের দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ আধিকারিক জানান, বিভিন্ন কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের ফোন করা হচ্ছে । কখনও লটারিতে পুরস্কার জেতা থেকে শুরু করে আধার কার্ড সংশোধন এবং কেওয়াইসি আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছে ফোন করা হচ্ছে । এর পরেই ফোনের ও প্রান্তে থাকা সাইবার দস্যুরা অভিযোগকারীকে প্রথমে প্লে স্টোর থেকে একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলছে এবং সেখানে তাদের দেওয়া একটি 10 সংখ্যার বিশেষ নম্বর তাদের ফোনে টাইপ করতে দিচ্ছে । এই নম্বরের আগে একটি স্টার দিতে হচ্ছে । এরপর এক ক্লিক করলেই অভিযোগকারীর ফোনের যাবতীয় কন্ট্রোল চলে যাচ্ছে সাইবার দস্যুদের ফোনে ৷ অর্থাৎ অভিযোগকারীর ফোনটি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে সাইবার অপরাধীর ফোনে । এর পরেই অভিযোগকারীর নম্বর এবং তাঁর ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে, অনেক সময় দেওয়া হচ্ছে হুমকি ৷ এ ভাবেই ছড়াচ্ছে প্রতারণার জাল ৷

ইতিমধ্যেই লালবাজারে সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্তে নেমেছে ।

আরও পড়ুন:Fake Call Centre : সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার, গ্রেফতার 9

ABOUT THE AUTHOR

...view details