পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ratna Chatterjee : বেহালায় রত্না চট্টোপাধ্যায়ের উদ্যোগে করোনা টিকাকরণ ক্যাম্প - রত্না চট্টোপাধ্যায়

বেহালার 131 নম্বর ওয়ার্ডে আগমনী কমিউনিটি হলে বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের উদ্যোগে আয়োজন করা হল করোনার ভ্যাকসিনেশন ক্যাম্প ৷ 18 থেকে 44 বছর বয়সীদের এই ক্যাম্পে টিকা দেওয়ার হয় ৷

বেহালা ভ্যাকসিন ক্যাম্প
বেহালা ভ্যাকসিন ক্যাম্প

By

Published : Jun 26, 2021, 1:42 PM IST

কলকাতা, 26 জুন : বেহালার 131 নম্বর ওয়ার্ডে করোনার টিকাকরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে ৷ 18 থেকে 44 বছর পর্যন্ত সকল গ্রাহক এই ক্যাম্প থেকে টিকা নিতে পারবেন ৷ বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে ৷

টিকাকরণ ক্যাম্পে রত্না চট্টোপাধ্য়ায় নিজে উপস্থিত ছিলেন ৷ আগমনী কমিউনিটি হলে আয়োজিত ক্যাম্পে তিনি দাঁড়িয়ে থেকে কর্মসূচি পরিচালনা করেন ৷ দেখেন কোথাও কোনও ত্রুটি রয়েছে কি না ৷ জানান, এমনিতেই পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে 45 বছরের ঊর্ধ্বদের টিকা দেওয়া হচ্ছে ৷ তবে এই ক্যাম্প বিশেষত ছাত্রছাত্রীদের কথা ভেবে তিনি করেছেন ৷ তাঁর এলাকার বহু পড়ুয়া রাজ্যের বাইরে পড়াশোনার জন্য থাকেন ৷ অনেক ক্ষেত্রেই তাঁদের বলা হয়েছে, ভ্যাকসিন না নিলে তাঁরা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন না ৷ তাই তাঁদের কথা ভেবেই 18 বছরের বেশি বয়সীদের জন্য এই ক্যাম্পের আয়োজন ৷

কসবার ভুয়ো ভ্য়াকসিনেশন ক্যাম্প সম্পর্কে রত্না বলেন, "যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে ৷ আমাদের এখানে আমরা সব প্রটোকল মেনে ভ্যাকসিন দিচ্ছি ৷ সরকারি যা যা নিয়ম আছে, যেভাবে করা দরকার সে-রকমই করছি । কসবায় ওই ঘটনার সঙ্গে কলকাতা পৌরসভা কোনভাবেই যুক্ত নয় ।"

আরও পড়ুন : 11 রাজ্যে 48 জন সংক্রমিত ডেল্টা প্লাস ভ্যারিয়্য়ান্টে, জানাল আইসিএমআর

ABOUT THE AUTHOR

...view details