কলকাতা, 26 জুন : বেহালার 131 নম্বর ওয়ার্ডে করোনার টিকাকরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে ৷ 18 থেকে 44 বছর পর্যন্ত সকল গ্রাহক এই ক্যাম্প থেকে টিকা নিতে পারবেন ৷ বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে ৷
টিকাকরণ ক্যাম্পে রত্না চট্টোপাধ্য়ায় নিজে উপস্থিত ছিলেন ৷ আগমনী কমিউনিটি হলে আয়োজিত ক্যাম্পে তিনি দাঁড়িয়ে থেকে কর্মসূচি পরিচালনা করেন ৷ দেখেন কোথাও কোনও ত্রুটি রয়েছে কি না ৷ জানান, এমনিতেই পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে 45 বছরের ঊর্ধ্বদের টিকা দেওয়া হচ্ছে ৷ তবে এই ক্যাম্প বিশেষত ছাত্রছাত্রীদের কথা ভেবে তিনি করেছেন ৷ তাঁর এলাকার বহু পড়ুয়া রাজ্যের বাইরে পড়াশোনার জন্য থাকেন ৷ অনেক ক্ষেত্রেই তাঁদের বলা হয়েছে, ভ্যাকসিন না নিলে তাঁরা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন না ৷ তাই তাঁদের কথা ভেবেই 18 বছরের বেশি বয়সীদের জন্য এই ক্যাম্পের আয়োজন ৷