কলকাতা, 28 অগস্ট : রাজ্যে কোভিড বিধি-নিষেধের (COVID Restrictions) সময়সীমা বাড়ল আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত ৷ শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ পরে নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় ৷
রাজ্যে বিধি নিষেধ আবারও বাড়ল । শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে করোনা বিধি-নিষেধ 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে ৷ যদিও তখনও পর্যন্ত বিধি-নিষেধ বাড়ানো নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি ছিল না । এরপর শনিবার রাত আটটা নাগাদ নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় আরও একবার রাজ্যে করোনা বিধি-নিষেধ 15 দিন বাড়ানো হল ৷
শেষ পর্যালোচনা বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে ছাড় দিলেও করোনা বিধি-নিষেধ 31 অগস্ট পর্যন্ত বলবৎ রেখেছিল রাজ্য সরকার । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন গ্রামীণ এলাকায় আশানুরূপ টিকাকরণ না হলে এখনই লোকাল ট্রেন চালানো সম্ভব নয় ।
এদিন নয়া বিজ্ঞপ্তিতে পুরানো সব বিধি-নিষেধ থাকলেও একমাত্র কোচিং সেন্টারের ক্ষেত্রে 50 শতাংশ ছাত্রছাত্রী নিয়ে কাজ চালু করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । বাকি ক্ষেত্রে পুরানো বিধি-নিষেধ বলবৎ থাকছে । টিকাকরণের যুক্তিতে এদিনের বিজ্ঞপ্তিতেও লোকাল ট্রেন চালানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়নি রাজ্য সরকার । ফলে এটা স্পষ্ট যে, সাধারণ মানুষের মধ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে যতই আগ্রহ থাকুক, তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই আপাতত লোকাল ট্রেন চালু করার বিষয়ে ছাড়পত্র দিতে রাজি নয় রাজ্য সরকার ।
আরও পড়ুন : Mamata Banerjee : মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির হাত থেকে বাঁচাতে হবে : মমতা