কলকাতা, 19 অগাস্ট : হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও তিন লাখ টাকা দিতে না পারায় ভরতি নেওয়া হয়নি COVID-19 রোগীকে । যার জেরে অ্যাম্বুলেন্সের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয় । কলকাতার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে । এই ঘটনায় সুয়ো মোটো মামলা দায়ের করেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।
10 অগাস্ট রাত সাড়ে ন'টা নাগাদ COVID-19-এ আক্রান্ত বছর 60-এর এক মহিলাকে আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভরতির জন্য নিয়ে যাওয়া হয়েছিল । পার্ক সার্কাসের একটি নার্সিংহোম থেকে ওই রোগীকে আনন্দপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল । এ'দিকে, আনন্দপুরের ওই বেসরকারি হাসপাতালে ভরতির জন্য 10 অগাস্ট বিকালে অগ্রিম 80 হাজার টাকা জমা করে রোগীর পরিবার । রাত সাড়ে নটা নাগাদ রোগীকে হাসপাতালে নিয়ে গেলে তিন লাখ টাকা জমা করার কথা বলা হয় বলে অভিযোগ । এই টাকা জমা দেওয়া না হলে রোগীকে ভরতি নেওয়া হবে না বলেও জানানো হয় হাসপাতালের তরফে । মৃতের ছেলে জানান, ওই টাকার ব্যবস্থা করতে করতেই রাত সওয়া দশটা নাগাদ অ্যাম্বুলেন্সের মধ্যেই তাঁর মায়ের মৃত্যু হয় ।