ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে একদিনে কোরোনায় আক্রান্ত 3 হাজার 169 - কলকাতায় কোরোনা ভাইরাসের খবর

আজ 2 হাজার 973 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । সব মিলিয়ে এপর্যন্ত মোট 95 হাজার 663 জন সুস্থ হয়ে উঠেছে । আজ রাজ্যে সুস্থতার হার 75.97 শতাংশ ।

COVID 19
কোরোনা ভাইরাসের খবর
author img

By

Published : Aug 19, 2020, 10:08 PM IST

কলকাতা, 18 অগাস্ট : রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ ফের একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল 3 হাজারের গণ্ডি ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 3 হাজার 169 জন ৷ মৃত্যু হয়েছে 53 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 25 হাজার 922 । মোট মৃতের সংখ্যা 2 হাজার 581।

গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 22 হাজার 753 । আর আজ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 25 হাজার 922 । আজ 2 হাজার 973 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । সবমিলিয়ে এপর্যন্ত মোট 95 হাজার 663 জন সুস্থ হয়ে উঠেছে । আজ রাজ্যে সুস্থতার হার 75.97 শতাংশ । রাজ্যে গতকাল পর্যন্ত 13 লাখ 82 হাজার 198 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 34 হাজার 558 জনের নমুনা পরীক্ষা করা হয় । সব মিলিয়ে এ পর্যন্ত মোট 14 লাখ 16 হাজার 556 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি দশ লাখে 15 হাজার 740 জনের নমুনা পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.89 শতাংশ ।

আরও পড়ুন :জরুরি বিভাগে সংক্রমণ আটকাবে, কোরোনা প্রতিরোধক যন্ত্র কলকাতার হাসপাতালে

এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 69 । এই সপ্তাহে নতুন করে 7 টি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । একটি ল্যাবরেটরি এখনও অনুমোদনের অপেক্ষায় । এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 85 । এর মধ্যে 30 টি সরকারি ও 55টি বেসরকারি, যেগুলিকে কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত করেছে সরকার । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্যার সংখ্যা 11 হাজার 885 । ICU যুক্ত শয্যার সংখ্যা 1 হাজার 243 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্যা 790 ।

ABOUT THE AUTHOR

...view details