কলকাতা, 15 জুন : শিয়ালদা মেট্রো স্টেশন (Sealdah Metro Station) নিয়ে যাত্রীদের পাশাপাশি কর্পোরেট সংস্থাগুলিরও উৎসাহ তুঙ্গে । বাণিজ্যিকভাবে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা চালু হওয়ার আগেই একাধিক বেসরকারি সংস্থা এই স্টেশনের কো-ব্র্যান্ডিংয়ের জন্য উৎসাহ দেখিয়েছিল । দরপত্রে সাড়া দিয়ে পড়েছিল বহু আবেদন । তবে কো-ব্র্যান্ডিংয়ের সত্ত্ব পেল একটি ক্যুরিয়র সংস্থা (Courier Company gets Co Branding rights for Sealdah Metro Station) ৷
মূলত, আবেদনপত্র এসেছিল হেলথকেয়ার, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা সংস্থা-সহ আরও কর্পোরেট সংস্থা থেকে । তিন বছরের মেট্রো রেলের সঙ্গে চুক্তিবদ্ধ হল এই সংস্থা । চুক্তি অনুসারে এই সংস্থা কো-ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে স্টেশনের নামের শুরুতে বা শেষে তাদের নাম যুক্ত করতে পারবে । শুধু স্টেশনের নামেই নয় স্টেশনের প্রতিটি প্রবেশ ও বের হওয়ার গেটে, দেওয়ালে, পিলার, দরজা, প্ল্যাটফর্ম চত্বরে প্ল্যাটফর্মের দেওয়াল এই সংস্থা তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারবে ।