পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

East West Metro Service : পরিষেবা শুরুর আগেই কো-ব্র্যান্ডিং হল শিয়ালদা মেট্রোর স্টেশনের - পরিষেবা শুরুর আগেই কো ব্র্যান্ডিং হল শিয়ালদা মেট্রোর স্টেশনের

ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro Service) এখন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলাচল করে ৷ খুব শীঘ্রই পরিষেবা শিয়ালদা পর্যন্ত সম্প্রসারিত হবে ৷ তার আগেই ওই স্টেশনের কো-ব্র্যান্ডিংয়ের সত্ত্ব পেল একটি ক্যুরিয়র সংস্থা ৷

courier-company-gets-co-branding-rights-for-sealdah-metro-station
East West Metro Service : পরিষেবা শুরুর আগেই কো-ব্র্যান্ডিং হল শিয়ালদা মেট্রোর স্টেশনের

By

Published : Jun 15, 2022, 9:41 PM IST

কলকাতা, 15 জুন : শিয়ালদা মেট্রো স্টেশন (Sealdah Metro Station) নিয়ে যাত্রীদের পাশাপাশি কর্পোরেট সংস্থাগুলিরও উৎসাহ তুঙ্গে । বাণিজ্যিকভাবে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা চালু হওয়ার আগেই একাধিক বেসরকারি সংস্থা এই স্টেশনের কো-ব্র্যান্ডিংয়ের জন্য উৎসাহ দেখিয়েছিল । দরপত্রে সাড়া দিয়ে পড়েছিল বহু আবেদন । তবে কো-ব্র্যান্ডিংয়ের সত্ত্ব পেল একটি ক্যুরিয়র সংস্থা (Courier Company gets Co Branding rights for Sealdah Metro Station) ৷

মূলত, আবেদনপত্র এসেছিল হেলথকেয়ার, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা সংস্থা-সহ আরও কর্পোরেট সংস্থা থেকে । তিন বছরের মেট্রো রেলের সঙ্গে চুক্তিবদ্ধ হল এই সংস্থা । চুক্তি অনুসারে এই সংস্থা কো-ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে স্টেশনের নামের শুরুতে বা শেষে তাদের নাম যুক্ত করতে পারবে । শুধু স্টেশনের নামেই নয় স্টেশনের প্রতিটি প্রবেশ ও বের হওয়ার গেটে, দেওয়ালে, পিলার, দরজা, প্ল্যাটফর্ম চত্বরে প্ল্যাটফর্মের দেওয়াল এই সংস্থা তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারবে ।

এতে যেমন বাড়বে মেট্রোর আয়, তেমনই ওই কর্পোরেট সংস্থার জনসংযোগের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে । কারণ, প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । এবং এবার চালু হলে সম্ভবত এটিই হবে দেশের ব্যস্ততম মেট্রো স্টেশন । তাই কোনও সংস্থার পক্ষে এই স্টেশনে নিজেদের বিজ্ঞাপন করতে পারলে, তা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীদের কাছে । অর্থাৎ গোটা স্টেশন, প্ল্যাটফর্ম কনকোর্স মিলিয়ে সেই বেসরকারি সংস্থা প্রায় 1500 স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করতে পারে পারবে ।

এর আগে সেন্ট্রাল পার্ক, এসপ্ল্যানেড, দমদম, নোয়াপাড়া, সল্টলেক স্টেডিয়াম, করুণাময়ী, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, বরানগর, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি ও চাঁদনী চক মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া লেগেছে ।

আরও পড়ুন :Sealdah Metro Station : সুরক্ষা সংক্রান্ত পরিদর্শন শেষ, এবার ছাড়পত্রের অপেক্ষায় শিয়ালদা মেট্রো স্টেশন

ABOUT THE AUTHOR

...view details