পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid Vaccination : করোনার টিকাকরণের পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মোদি, অভিযোগ অধীরের - Adhir Chowdhury

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷

congress leader adhir chowdhury says that narendra modi government try to confuse people on covid vaccination figures
Covid Vaccination : করোনার টিকাকরণের পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মোদি, অভিযোগ অধীরের

By

Published : Oct 23, 2021, 3:48 PM IST

কলকাতা, 23 অক্টোবর : কোভিড-19 (COVID-19) এর টিকাকরণের পরিসংখ্য়ানের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সরকার ৷ এই অভিযোগ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) ৷

তাঁর দাবি, দেশে একশো কোটি করোনা টিকা দেওয়া হয়েছে, এই বিষয়টিকে মোদি সরকার এমন ভাবে তুলে ধরতে চাইছে যে মনে হচ্ছে, একশো কোটি মানুষই করোনার টিকার দু’টি ডোজ নিয়ে নিয়েছেন ৷ কিন্তু এটা তো সত্যি নয় ৷

আরও পড়ুন :Corona in India : দৈনিক সংক্রমণ এক লাফে 16 হাজারে, বেড়েছে মৃত্যু

বহরমপুরের সাংসদ এই কংগ্রেস নেতা ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে এই অভিযোগ করেছেন ৷ সেখানে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য তুলে ধরে নিজের বক্তব্যের সমর্থনে যুক্তিও সাজিয়েছেন ৷

তাঁর বক্তব্য, ভারতের জনসংখ্যা 139 কোটি ৷ এর মধ্যে 106 কোটি প্রাপ্তবয়স্ক ৷ সেই প্রাপ্তবয়স্কদের মধ্যে 21 কোটি ভ্যাকসিনের ডাবল জোজ নিয়েছেন ৷ তার অর্থ 21 শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন ৷

আরও পড়ুন :PM Narendra Modi : এবার গোটা বিশ্ব ভারতকে করোনা সুরক্ষিত ভাববে : নরেন্দ্র মোদি

তাই পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি অধীরের বক্তব্য, ‘‘শুধু 21 শতাংশ সুরক্ষিত রয়েছেন ৷ তাছাড়া বুস্টার ডোজও তো এখনও দেওয়া হয়নি ৷’’

গত বৃহস্পতিবার দেশে করোনার টিকার একশো কোটি ডোজ প্রয়োগ সম্পূর্ণ হয় ৷ এর পরই প্রচারে নেমেছে মোদি সরকার ৷ গতকাল, শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের এই সাফল্যকে সকলের সামনে তুলে ধরেছেন ৷

আরও পড়ুন :Fuel Price Hike : 95 শতাংশ ভারতীয় পেট্রল ব্যবহার করেন না, দাবি বিজেপি মন্ত্রীর

কিন্তু অধীর চৌধুরীর বক্তব্য, কেন্দ্রীয় সরকার এমন ভাবে বিষয়টি উপস্থাপিত করছে, যা দেখে মনে হচ্ছে যে এই প্রথম দেশে এমন টিকাকরণের কাজ হল ৷ তা সঠিক নয় ৷ বরং অধীরের দাবি, 1975 সাল থেকে দেশে বিভিন্ন ধরনের টিকাকরণের কাজ হয়ে আসছে ৷ অনেক আগেই ভারতকে ‘ভ্যাকসিনেশন হাব’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷

অন্যদিকে করোনার টিকাকরণ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধেও তোপ দেগেছেন অধীর চৌধুরী ৷ তাঁর বক্তব্য, কেন্দ্রের মতো মমতাও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলছে ৷ কোথা থেকে টাকা আসছে, সেই প্রশ্নও তুলেছেন ৷

আরও পড়ুন :1 Billion Vaccine Milestone : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

তাঁর দাবি, পেট্রল (petrol), ডিজেল (diesel) ও এলপিজি-র (LPG) উপর কর চাপিয়ে রাজস্ব বাড়াচ্ছে সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details