পশ্চিমবঙ্গ

west bengal

রাজ্যে শুরু গোষ্ঠী সংক্রমণ , সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউন

By

Published : Jul 20, 2020, 4:49 PM IST

Updated : Jul 20, 2020, 9:59 PM IST

সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের ৷ এবার সপ্তাহে দুই দিন রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা ৷

Community Transmission
ছবি

কলকাতা, 20 জুলাই : রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । পরিস্থিতি সামাল দিতে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা রাজ্যে । চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, "রাজ্যে বেশ কিছু এলাকায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে । বিশেষজ্ঞ দল, চিকিৎসক, পুলিশ ও এনফোর্সমেন্ট আধিকারিকদের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে রাজ্যে সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন বলবৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" কোরোনা পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে বেশ কিছু হেল্পলাইন নম্বর আজ ঘোষণা করে রাজ্য প্রশাসন । এর মধ্যে রয়েছে দু'টি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর । একটি নম্বর হল 033 2341 2600 । অন্যটি হল 1800313444222 ।

দেখে নিন হেল্পলাইন নম্বরগুলি একনজরে

এছাড়া টেলিমিডিসিন বিষয়ক পরিষেবার জন্য 033 2357 6001 হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে । অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য হেল্পলাইন নম্বরটি হল 033 4090 2929 ।

রাজ্যের সমস্ত দপ্তর ও পরিবহন বন্ধ থাকবে লকডাউনের দিনগুলিতে । পাশাপাশি কনটেনমেন্ট জ়োনগুলিতে আগের মতোই লকডাউন চলবে । আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এই সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । আগামী সপ্তাহে যে দুইদিন লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার একটি দিন বুধবার । সোমবার পর্যালোচনা বৈঠক হবে । সেই বেঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, বুধবার ছাড়া আর কোনদিন লকডাউন করা হবে ৷

কী বললেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ?

গোষ্ঠী সংক্রমণ যে শুরু হয়ে গেছে রাজ্যে তা আজ স্বীকার করে নিয়েছে প্রশাসন । এবার থেকে সংক্রমণ প্রতিহত করতে সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে গোটা রাজ্যে । স্বরাষ্ট্রসচিব জানান, রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, পুলিশ কমিশনার ও অন্যান্য শীর্ষকর্তারা । আজকের ওই বৈঠকেই রাজ্যে লকডাউন নিয়ে আরও কড়াকড়ি হওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ।

রাজ্য সরকারের স্বরাষ্ট্রদপ্তরের তরফে পরে টুইট করে জানানো হয়, 23, 25 ও 29 জুলাই লকডাউনের দিন ধার্য করা হয়েছে । এছাড়া পরবর্তী কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি ।

রাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ 14 জুলাই 1390, 15 জুলাই 1589, 16 জুলাই 1690, 17 জুলাই 1894 ও 18 জুলাই 2198 জন আক্রান্ত হন । গতকাল আক্রান্ত 2278 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । চিকিৎসকদের একাংশের মতে, এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে ৷ যা আজ সরকারিভাবে জানানো হল ৷

Last Updated : Jul 20, 2020, 9:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details