কলকাতা, 14 জুলাই: রাজ্যে কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) এ বার পুরুলিয়ার বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতকে তলব করল ইডি (ED summons Purulia MLA Sushanta Mahato)৷ আগামিকাল বেলা 11টার মধ্যে দিল্লির সদর দফতরে তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর । পাশাপাশি কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককেও (ED summons Moloy Ghatak) ফের কাল তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের গোয়েন্দারা । যদিও তাঁরা ইডির সম্মুখীন হবেন কি না সে ব্যাপারে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি ।
জানা গিয়েছে, বেশ কিছু কয়লা মাফিয়ার সঙ্গে সুশান্ত মাহাতর ওতপ্রতোভাবে যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে । কয়লা পাচারকাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে সুশান্ত মাহাতর নাম পেয়েছেন তদন্তকারীরা । ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।