কলকাতা, 2 মে: ফের মুখ্যমন্ত্রীর চিঠি গেল রাজভবনে । রাজ্যপালকে তার দু'টি চিঠির জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যপালের লেখা প্রতিটি অভিযোগের জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপাল বলেছিলেন, "COVID 19 সংক্রান্ত তথ্য গোপন করা বন্ধ করুন । স্বচ্ছভাবে তথ্য পরিবেশন করুন ।" পিছিয়ে নেই রাজ্যপালও । চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকার করেই রাজ্যপালের পাল্টা, 'এটা রাজনীতি করার সময় নয়'।
রাজ্যপালের পাঠানো 14 পাতার চিঠির জবাবে এবার মুখ্যমন্ত্রী লিখলেন 13 পাতার চিঠি । চিঠির শুরুতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আপনার 23 এবং 24 এপ্রিলের চিঠির পরিপ্রেক্ষিতে এটা লেখা।" রাজ্যপালকে তাঁর দু'টি চিঠির জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রাজ্যপালের থেকে এই ভাষা কাম্য নয় । রাজ্যের মন্ত্রী , আমলারা অপমানিত হয়েছেন । রাজ্যপালের ভাষায় ব্যথিত তিনি । লিখেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এভাবে কথা বলা যায় না ।
রাজ্যপালকে পাঠানো 13 পাতার চিঠির আট নম্বর অনুচ্ছেদে মুখ্যমন্ত্রী লিখেছেন, "...সংক্ষেপে বলতে গেলে, কিছু কিছু দিক আপনার নজর এড়িয়ে যাচ্ছে । সেগুলি হল যদি কোনও বিষয়ে আপনি একমত না হন, বা যদি দেখেন কোনওক্ষেত্রে আপনি যেভাবে চাইছেন, সরকার সেভাবে চলছে না , বা যদি কোনও ভুল নিয়োগ, ভুল নীতি, ভুল সিদ্ধান্ত আপনার চোখে পড়ে তবে তা সরাসরি আমাকে জানান, অন্যান্য মন্ত্রী বা দপ্তর বা সংবাদমাধ্যমের কাছে নয় । তাতেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তবে দুর্ভাগ্যবশত যতদিন আমার সরকার ক্ষমতায় আছে, আপনার আর অন্য কিছুই করার নেই ।"
রাজ্যপালের পাঠানো একের পর এক চিঠিতে যে তিনি বিরক্তি বোধ করছেন, তা আজকের এই 13 পাতার চিঠি থেকেই স্পষ্ট । চিঠি তিনি আরও বলেছেন, "হয়তো অনেকক্ষেত্রে আপনি সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু সরকার যা চাইবে, তাতে সাক্ষর করা ও মান্যতা দিতে আপনি বাধ্য ।"