পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Baguiati Double Murder: বাগুইআটি কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড আইসি - সিআইডি তদন্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নির্দেশে বাগুইআটি জোড়া খুনের (Baguiati Double Murder) তদন্তে নামল সিআইডি (CID Investigation) ৷ অন্যদিকে, 'সাসপেন্ড' করা হল বাগুইআটি থানার (Baguiti Police Station) আইসি কল্লোল ঘোষকে ৷ প্রসঙ্গত, এদিন সকালেই তাঁকে 'ক্লোজ' করা হয়েছিল ৷ পরে এই ঘটনায় তদন্তকারী আধিকারিককেও (IO) সাসপেন্ড করা হয় ৷

CM Mamata Banerjee directs CID Investigation on Baguiati Double Murder case
Baguiati Double Murder: বাগুইআটি কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, 'ক্লোজ' আইসি

By

Published : Sep 7, 2022, 1:35 PM IST

Updated : Sep 7, 2022, 6:18 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: বাগুইআটি কাণ্ডে (Baguiati Double Murder) হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সূত্রের দাবি, এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য়ের প্রশাসনিক প্রধান ৷ বুধবার জোড়া খুনের ঘটনায় সিআইডি তদন্তের (CID Investigation) নির্দেশ দেন মমতা ৷ পাশাপাশি, বাগুইআটি থানার (Baguiti Police Station) আইসি-কেও 'ক্লোজ' করা হয় ৷ পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আরও কঠোর হয় পদক্ষেপ করে প্রশাসন ৷ সাসপেন্ড হতে হয় ওই পুলিশ আধিকারিককে ৷ সাসপেন্ড করা হয় সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিককেও (IO) ৷

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাগুইআটি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থানের কথা জানান রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তিনি বলেন, গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ ৷ দুই কিশোরের এমন মর্মান্তিক পরিণতি তাঁকে ব্যথিত করেছে ৷ মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘটনায় দোষীদের কাউকে রেয়াত করা হবে না ৷ সকলকেই আইন অনুসারে কঠোরতম শাস্তি দেওয়া হবে ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বাগুইআটি জোড়া খুনের তদন্তভার হাতে নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি) ৷

আরও পড়ুন:বাগুইআটির দুই ছাত্র 'খুন'! তদন্তের দাবিতে বিজেপির বিক্ষোভ

ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন সিআইডি-এর গোয়েন্দারা ৷ পাশাপাশি, তাঁরা বসিরহাটের পুলিশ মর্গেও যেতে পারেন ৷ প্রসঙ্গত, জোড়া খুনের বিষয়টি প্রকাশ্যে আসার আগে পর্যন্ত এই মর্গেই রাখা ছিল নিহত অতনু দে ও অভিষেক নস্করের নিথর দেহ ৷ বাগুইআটি থানার পক্ষ থেকে এই ঘটনার তদন্তভার যে পুলিশ আধিকারিককে (IO) দেওয়া হয়েছিল, তাঁর সঙ্গেও কথা বলবেন সিআইডি গোয়েন্দারা ৷ যদিও বুধবারই তাঁকে সাসপেন্ড করা হয় ৷

বাগুইআটির ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী, জানালেন ফিরহাদ হাকিম ৷

এদিকে, ইতিমধ্যেই বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে 'সাসপেন্ড' করা হয়েছে ৷ প্রসঙ্গত, বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন হওয়ায় বাগুইআটি থানার দায়িত্বে ওসি পদমর্যাদার একজন আধিকারিকের থাকার কথা থাকলেও কল্লোল ঘোষ আইসি পদমর্যাদার আধিকারিক ৷ তাঁর বিরুদ্ধে এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ বাড়ছে জনরোষ ৷ তাই এপ্রকার বাধ্য হয়েই কল্লোলের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সিআইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরের মধ্যেই এই ঘটনা সংক্রান্ত যাবতীয় নথি পুলিশের তরফ থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে ৷

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছেন, এই ঘটনায় দোষীরা কেউ ছাড়া পাবেন না ৷ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ৷ পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে যে গাফিলতির অভিযোগ উঠেছে, তাও খতিয়ে দেখা হবে ৷ বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি-কে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে ৷

তবে, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর এই তৎপরতা সত্ত্বেও পুলিশ বা সিআইডি-এর উপর আস্থা রাখতে পারছেন না নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা ৷ তাঁদের বক্তব্য, এখনও পর্যন্ত পুলিশ তদন্তের নামে শুধুই টালবাহানা করেছে ৷ তাই সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন সন্তানহারা বাবা-মায়েরা ৷

Last Updated : Sep 7, 2022, 6:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details