পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Citizen forum Rally: দুর্নীতির বিরুদ্ধে নাগরিক সমাজের মিছিলে পালাবদলের ডাক - দুর্নীতির বিরুদ্ধে নাগরিক সমাজের মিছিলে পালাবদলের ডাক

সোমবার দুপুর 3টেয় ধর্মতলার ভিক্টোরিয়া হাউস-এর সামনে থেকে মিছিল শুরু হয়ে গান্ধি মূর্তি পাদদেশে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের কাছে গিয়ে শেষ হয়(Left Front Rally against Recruitment scam) । চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন বিশিষ্টজনেরা ৷ তাঁদের পাশে থাকার বার্তা দেন ।

Citizen forum Rally
Citizen forum Rally

By

Published : Aug 1, 2022, 9:45 PM IST

কলকাতা, 1 অগস্ট: এসএসসি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি(Recruitment scam) এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল নাগরিক সমাজ(Citizen forum Rally) । এই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ পা মেলান । সরব হন সার্বিক দুর্নীতির বিরুদ্ধে । দুর্নীতি রুখতে এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করতে পালাবদল এবং প্রশাসনিক তদন্তের দাবি জানান তাঁরা ।

গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের কাছে গিয়ে শেষ হয় মিছিল

সোমবার দুপুর 3টেয় ধর্মতলার ভিক্টোরিয়া হাউস-এর সামনে থেকে মিছিল শুরু হয়ে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের কাছে গিয়ে শেষ হয় । চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন বিশিষ্টজনেরা তাঁদের পাশে থাকার বার্তা দেন । তাঁরা অভিযোগ করেন, গত 11 বছরে রাজ্যের শিক্ষা-সংস্কৃতির চরম অবনতি কেন হয়েছে, তা মুখ্যমন্ত্রীর থেকে জবাব চাইবেন । শাসকদল তৃণমূলের কোটি কোটি টাকার লুট প্রতারণার বিরুদ্ধে রাজ্য বামফ্রন্টের এই মিছিলকে সমর্থন জানিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "টাকা নিয়ে স্কুল কলেজের শিক্ষক নিয়োগ মানে শিক্ষাব্যবস্থা চরম অপমান করা । শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া । সরকারের বিভিন্ন দফতরে লোক নিয়োগে চরম দুর্নীতির অভিযোগ-প্রমাণ আছে । তার সঠিক তদন্ত না-হলে আরো বিপুল পরিমাণ টাকার পাহাড় মিলবে ।"

দুর্নীতির বিরুদ্ধে নাগরিক সমাজের মিছিল

আরও পড়ুন:পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুলপিতে সিপিআইএম'র মিছিল

এই মিছিলে পা মেলান রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ৷ তিনি বলেন, "যে পরিমাণ দুর্নীতি হয়েছে স্বাধীনতার পর দেশে এত বড় দুর্নীতি আর কোথাও হয়নি । আমরা চাঁদের পাহাড়ের কথা শুনেছি ৷ কোটি কোটি টাকা উদ্ধারের দুর্নীতি সেই চাঁদের পাহাড় কেউ ছাপিয়ে গিয়েছে । রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা চলছে । এ কারণে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ না করে অযোগ্যদের নিয়োগ করে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে । এই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়, সংগঠিতভাবে এই দুর্নীতি করা হয়েছে । এই কলঙ্কের দাগ সহজে মোছা যাবে না ।" এই মিছিলে পা মিলিয়ে শিক্ষাবিদ পবিত্র সরকার বাংলায় পলাবদলের কথা বলেন । সে প্রসঙ্গে বিমান বসু বলেন, "শুধু মন্ত্রীসভার রদবদল করে দুর্নীতি আটকানো যাবে না । নির্বাচনী পালাবদলের দিকে এগোতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details