কলকাতা, 22 জানুয়ারি : বিএসএফের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ৷ বরং বিএসএফ-এর প্রশংসা করেন তিনি ৷ বলেন, ‘‘বিএসএফ বরাবরই দেশের প্রতি দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছে । কোনও ফোর্সকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো নিরর্থক।’’
বিএসএফ-এর মদতে কিছু সংখ্যক বাংলাদেশি ভোটার তালিকার নাম ওঠাতে সফল হয়েছে। নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে ৷ যা প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনা হয় ৷ বিএসএফ-এর তরফেও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয় ৷ এবার ওই মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
সুনীল আরোরা বলেন, ‘‘বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা শাসক ও বিরোধী দলগুলির সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। রাজনৈতিক দলগুলি তাঁদের বিভিন্ন অভিযোগ তুলে ধরে।’’ এর পরই তিনি কোনও রাজনৈতিক দলের নাম না করে বিএসএফ সম্পর্কিত ওই মন্তব্যের প্রতিবাদ করেন৷ তিনি বলেন, "যে রাজনৈতিক দল এই অভিযোগটি আমাদের সামনে রাখেন, তাদের আমরা কিছু উদাহরণ দেওয়া কথা বলি। বিএসএফ বরাবরই দেশের প্রতি দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছে। কোনও ফোর্সকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো নিরর্থক।"