পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ইকোপার্কে টিকিট সংক্রান্ত নিয়ম বদল - rule

নিউটাউনের ইকোপার্কের টিকিটে নতুন নিয়ম । টিকিটে থাকবে QR কোড ।

ইকোপার্কে QR কোড মেশিন

By

Published : May 26, 2019, 12:06 PM IST

নিউটাউন, 26 মে : ইকোপার্কের টিকিটে এখন থেকে থাকবে QR কোড । নিউটাউনের ইকোপার্কে টিকিটের QR কোড পরীক্ষার জন্য বসেছে মেশিন । HIDCO সূত্রে জানা গেছে, পার্কের 3 নম্বর গেটের কাছে বসানো হয়েছে এই মেশিন । পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করা হবে মেশনটিকে । প্রজেক্ট সফল হলে অন্যান্য গেটেও মেশিন বসানো হবে ।

HIDCO কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে ভ্রমণার্থীদের ইকোপার্কের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার 1 ঘণ্টার মধ্যেই পার্কের ভিতর প্রবেশ করতে হবে । টিকিটের QR কোড স্ক্যান করিয়ে পার্কে প্রবেশ করতে হবে ।

ইকোপার্কে ভ্রমণার্থীরা টিকিট কাটার পর তাঁদের একটি করে এন্ট্রি কার্ড দেওয়া হয় । অনেক ভ্রমণার্থী কার্ড নিয়েই বাড়ি চলে যান । তা ছাড়া কার্ড জমা দেওয়ার জন্যও অনেকটা সময় নষ্ট হয় । HIDCO কর্তৃপক্ষের তরফে বলা হয়, নতুন এই নিয়ম শুরু হলে টিকিট স্ক্যান করানোর পরেই তা ছিঁড়ে ফেলে দেওয়া হবে । এছাড়া যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের মোবাইলেও QR কোড দেওয়া হবে । ফলে এন্ট্রি গেটে আলাদা করে টিকিটের জন্য মানুষকে আর লাইন দিতে হবে না ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details